ফিডে ক্লাসিক্যাল রেটিংয়ে তৃতীয় স্থান দখল গুকেশের
দশ পয়েন্ট সংগ্রহ করে ২৭৮৭ রেটিং অর্জন করেছেন গুকেশ। ২০২৪-র ডিসেম্বরে চীনের ডি লিরেনকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন গুকেশ।
March 2, 2025
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সাফল্যের নয়া নজির গড়লেন ডি গুকেশ। ১৮ বছর বয়সী এই ভারতীয় দাবারু শনিবার প্রকাশিত ফিডে ক্লাসিক্যাল রেটিংয়ে তৃতীয় স্থানে উঠে এলেন। দশ পয়েন্ট সংগ্রহ করে ২৭৮৭ রেটিং অর্জন করেছেন গুকেশ। ২০২৪-র ডিসেম্বরে চীনের ডি লিরেনকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন গুকেশ।