ক্রিকেট প্রশাসনে Comeback দাদার, ফের CAB-র শীর্ষ পদে সৌরভ গঙ্গোপাধ্যায়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮.২৫: রবিবার সন্ধ্যায় ক্রিকেট প্রশাসনে প্রত্যাবর্তন হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৬ বছর পর ফের রাজ্যের ক্রিকেট নিয়ামক সংস্থা CAB-র সভাপতি পদে বসলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
রবিবারই ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এদিন বিরোধী পক্ষের কেউ মনোনয়ন জমা না-দেওয়ায় দ্বিতীয়বারের জন্য সিএবি-র সভাপতি হলেন সৌরভ।
আগামী ২২ সেপ্টেম্বর বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থার বার্ষিক সাধারণ সভা। সে দিনই নির্বাচন হওয়ার কথা ছিল। বিরোধীদের কেউ নির্বাচনে না দাঁড়ানোয় সৌরভ এবং তাঁর প্যানেল জয়ী হয়েছে। ফলে নির্বাচন আর হবে না।
অন্যদিকে, আগামী ২৮ সেপ্টেম্বর ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা। জানিয়ে দেওয়া হয়েছে, BCCI-র সভায় সিএবি-র প্রতিনিধিত্ব করবেন সৌরভই। সব রাজ্যসংস্থা তাদের প্রতিনিধির নাম বোর্ডের কাছে পাঠিয়ে দিয়েছে। সিএবি-ও জানিয়ে দিয়েছে সৌরভের নাম। কার্যত নিশ্চিত ছিল, সৌরভ বাংলার ক্রিকেটের মসনদে বসতে চলেছেন।