কমছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা, মৃত্যুই চিন্তা বাড়াচ্ছে দেশে

করোনায় মৃতের পরিসংখ্যান চেপে গিয়েছে ভারত।

April 3, 2022 | 2 min read
Published by: Drishti Bhongi

করোনায় মৃতের পরিসংখ্যান চেপে গিয়েছে ভারত। বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে এদেশেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO’র অপ্রকাশিত রিপোর্ট নিয়ে যখন বিশ্বজুড়ে আলোড়ন শুরু হয়েছে। তখনই দেশের দৈনিক করোনা পরিসংখ্যানে বড়সড় স্বস্তি মিলল। দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নেমে এল হাজারের ঘরে। তলানিতে মৃতের সংখ্যাও।

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৬ জন। যা গত কয়েক মাসের মধ্যে সর্বনিম্ন। একই সঙ্গে এদিনও কমেছে দেশের অ্যাকটিভ কেস। বর্তমানে ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে ১৩ হাজার ১৩ জন। আপাতত দেশে অ্যাকটিভ কেসের হার ০.০৩ শতাংশ। তবে করোনা এখনও কেড়ে চলেছে সাধারণ মানুষের প্রাণ। রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৮১ জন। এই সংখ্যাটাও আগের দিনের থেকে বেশি। ফলে দেশে কোভিডে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২১ হাজার ৩৪৫ জন।

পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৪ লক্ষ ৯৩ হাজার ৭৭৩ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১ হাজার ৪৪৭ জন। সুস্থতার হার ৯৮.৭৬ শতাংশ। এখনও পর্যন্ত দেশে প্রায় ১৮৪ কোটি ৬৬ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন সাড়ে ১২ লক্ষের বেশি মানুষ।

এদিকে পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা সামান্য বেড়েছে। রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গতকাল করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৭০ জন। রাজ্যে এখনও পর্যন্ত করোনা পজিটিভ হয়েছেন ২০ লক্ষ ১৭ হাজার ৪৫৯ জন। তার মধ্যে প্রায় ৯৯ শতাংশই করোনা মুক্ত হয়ে গিয়েছেন। রাজ্যের পরিসংখ্যান বলছে, একদিনে কোভিড থেকে সুস্থ হয়েছেন ৬৯ জন। এখনও পর্যন্ত বাংলার ১৯ লক্ষ ৯৫ হাজার ৬৬১ মানুষ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। গত ২৪ ঘণ্টাতেও রাজ্যে করোনায় কারও প্রাণ যায়নি। এই নিয়ে টানা ১১ দিন মৃত্যুশূন্য বাংলা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen