Dalai Lama: ৯০ বছর পূর্ণ করলেন দলাই লামা, শুভেচ্ছা এল সারা বিশ্ব থেকে
বিশ্বের অন্যতম শ্রদ্ধেয় ধর্মীয় নেতা দলাই লামা (Dalai Lama) তাঁর ৯০তম জন্মদিন পালন করছেন আজ, ৬ই জুলাই

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৪৫: বিশ্বের অন্যতম শ্রদ্ধেয় ধর্মীয় নেতা দলাই লামা (Dalai Lama) তাঁর ৯০তম জন্মদিন পালন করছেন আজ, ৬ই জুলাই। পৃথিবীর নানা প্রান্ত থেকে লক্ষাধিক ভক্ত, অনুগামী এবং বিশ্বনেতারা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এই তিব্বতি আধ্যাত্মিক নেতাকে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) থেকে শুরু করে আমেরিকার সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর (Marco Rubio) মতো অনেক রাষ্ট্রনেতা তাঁর জন্মদিনে সম্মান ও শুভেচ্ছা জানিয়েছেন। যদিও চীন সরকার (Beijing) তাঁকে বিচ্ছিন্নতাবাদী (Separatist) বলে অভিহিত করে এবং তিব্বতি বৌদ্ধ ধর্মকে নিজেদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবুও দলাই লামা বিশ্বের অন্যতম প্রভাবশালী ধর্মীয় নেতা হিসেবে স্বীকৃত।
১৯৫৯ সালে চীনের (China) শাসনের বিরুদ্ধে এক ব্যর্থ বিদ্রোহের পর, ১৪তম দলাই লামা তিব্বত ছেড়ে ভারতে আশ্রয় নেন। তাঁর সঙ্গে আরও কয়েক লক্ষ তিব্বতি শরণার্থী ভারতে এসে বসবাস শুরু করেন। তখন থেকেই তিনি মধ্যপন্থার পক্ষে সওয়াল করে চলেছেন, যেখানে তিব্বতের জনগণ যেন চীনের অধীনে থেকে হলেও সাংস্কৃতিক ও ধর্মীয় স্বাধীনতা পেতে পারেন।
দলাই লামার জন্মদিন উপলক্ষে, হিমালয়ের কোলঘেঁষা ছোট্ট শহর ধরমশালায় (Dharamshala) শুরু হয়েছে মহা উদযাপন। এখানেই দলাই লামার বাস। আমেরিকা ও ভারতের বহু সরকারি প্রতিনিধি, সেলিব্রিটি এবং হাজার-হাজার ভক্ত এই জন্মোৎসবে যোগ দিচ্ছেন।
উৎসবের মূল আকর্ষণ হিসেবে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, তিব্বতি ঐতিহ্যবাহী নানান উপস্থাপনা। দীর্ঘদিনের অনুসারী রিচার্ড গিয়ার (Richard Gere) দলাই লামাকে নিয়ে বক্তব্য রাখবেন। এছাড়াও ভারত সরকারের কেন্দ্রীয় মন্ত্রীরাও থাকবেন অনুষ্ঠানে।
সবশেষে, দলাই লামা নিজে মঞ্চে উঠে বক্তব্য রাখবেন, যেখানে তাঁর জীবনদর্শন, শান্তির বার্তা এবং তিব্বতের ভবিষ্যৎ নিয়ে মত প্রকাশ করবেন বলে জানা যাচ্ছে।