দলিত কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, ফের প্রশ্নের মুখে যোগীরাজ্যের নারী নিরাপত্তা

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশে নারীদের উপর অপরাধের পরিমাণ লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে। এবার যোগীরাজ্যে স্কুলে যাওয়ার পথে এক দলিত কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সুলতানপুর এলাকায়।
ইতিমধ্যে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে একজন নাবালক রয়েছে। ওই নাবালককেও হেপাজতে নিয়েছে পুলিশ। শুক্রবার সকালে দশম শ্রেণির ছাত্রী ওই কিশোরী স্কুলে যাচ্ছিল। সেই সময় অভিযুক্ত নাবালক একটি গাড়িতে এসে তার সামনে দাঁড়ায়। স্কুল পর্যন্ত ছেড়ে দেওয়ার কথা বলে ওই কিশোরীকে গাড়িতে তোলে। প্রদীপ ও সৌরভ নামে আরও দু’জন গাড়িতে ওঠে মাঝপথে। এরপর তিনজন মিলে একটি ঘরে নিয়ে যায় কিশোরীকে। অভিযোগ, কিশোরীকে বেঁধে ও মুখ চেপে ধরে তিনজন মিলে ধর্ষণ করে। কিছুক্ষণ পর জ্ঞান হারিয়ে ফেলে নির্যাতিতা। পুলিশ সূত্রে খবর, তদন্ত শুরু হয়েছে। বার বার যোগীরাজ্যে এমন ঘটনা ঘটে, নারীদের উপর যৌন নির্যাতন বেড়েই চলেছে ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশে। লাগাতার এহেন ঘটনা সে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে।