মোদীরাজ্য দলিত নির্যাতন! উচ্চবর্ণের মতো পোশাক পরায় জুটল মার

খোদ প্রধানমন্ত্রীর রাজ্যে দলিত যুবককে নির্যাতনের অভিযোগ উঠল। তাঁর ‘অপরাধ’ ছিল, উচ্চবর্ণের লোকজনের মত পোশাক পরা!

July 22, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সাম্প্রদায়িকতার সঙ্গে পাল্লা দিয়ে মোদী আমলে মাথাচাড়া দিয়েছে জাতিবৈষম্য। দলিতদের উপর বারেবারে নির্যাতন, নৃশংস আক্রমণ নেমে আসছে। খোদ প্রধানমন্ত্রীর রাজ্যে দলিত যুবককে নির্যাতনের অভিযোগ উঠল। তাঁর ‘অপরাধ’ ছিল, উচ্চবর্ণের লোকজনের মত পোশাক পরা!

গুজরাতের আহমেদাবাদে ২৪ বছরের এক দলিত যুবক নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে কিছুদিন আগেই পাগড়ি ও সানগ্লাস পরে ছবি আপলোড করেছিলেন। জেরে তাঁকে বেধড়ক মারধর করে কিছু উচ্চবর্ণের মানুষ। ঘটনাটি ঘটেছে উত্তর গুজরাতের সবরকান্থা জেলায় হিমতনগর তালুকার সায়েবাপুরে গ্রামে। ১৭ জুলাই পেশায় অটোচালক অজয় পারমার নামের ওই দলিত যুবককে বেধড়ক মারধর করে চারজন। জানা গিয়েছে, চারজন দরবার সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। তারা আবার নিজেদের ক্ষত্রিয় বলে দাবি করে। নির্যাতিত যুবক তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।

জানা গিয়েছে, অটো করে বাড়ি ফেরার সময় নভনগরের কাছে অভিযুক্তরা তাঁকে অটো থেকে নামিয়ে বেধড়ক মারধর করে। ইনস্টাগ্রাম প্রোফাইলে ছবি নিয়ে আপত্তি জানিয়ে মারে অভিযুক্তরা। অজয় জানিয়েছেন, অভিযুক্তরা তাঁকে জানায় দরবার সম্প্রদায়ের লোকজনের কেবল সাফা (পাগড়ি) ও সানগ্লাস পরার অধিকার রয়েছে। ইনস্টাগ্রাম থেকে ছবিটি মুছে দিতে বলা হয় তাঁকে। কোনও মতে বেঁচে ফিরেছেন যুবক। গ্রামেও একদল ব্যক্তি তাঁর উপর চড়াও হয়। গোটা বিষয়টি পুলিশে জানানো হয়। জানা গিয়েছে, ওই গ্রামে তাঁরাই একমাত্র দলিত পরিবার। বাকি সকলে দরবার সম্প্রদায়ের। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বেশ কয়েকজন অভিযুক্ত পলাতক।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen