ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশে ফের দলিত নিগ্রহ! মারধর করে প্রৌঢ়কে মাটি চাটতে বাধ্য করার অভিযোগ

October 22, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:২৭: ডবল ইঞ্জিন রাজ্যে ফের দলিত নিগ্রহ। মধ্যপ্রদেশের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার উত্তরপ্রদেশে (Uttar Pradesh) এক দলিত প্রৌঢ়ের উপর চরম অপমান ও অত্যাচারের অভিযোগ উঠেছে। লখনৌ (Lucknow) শহরতলিতে দীপাবলির (Diwali) রাতে ওই প্রৌঢ়কে মাটি চাটতে বাধ্য করা হয় বলে অভিযোগ। ঘটনায় অভিযুক্ত স্বামী কান্ত ওরফে ‘পাম্মু’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযোগ অনুযায়ী, লখনৌয়ের এক মন্দিরের কাছে অসাবধানবশত প্রস্রাব করেন বছর ষাটের রামপাল রাওয়াত। এই ঘটনাকে কেন্দ্র করেই তাঁকে ধরে মারধর করা হয় এবং মাটি চাটতে বাধ্য করা হয় বলে অভিযোগ। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়ায়। (ভিডিয়র সত্যতা যাচাই করে নি দৃষ্টিভঙ্গি)। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত স্বামী কান্ত ওই এলাকার বিজেপি (BJP) ঘনিষ্ঠ।

ঘটনার নিন্দা করে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav) এক্স-এ লেখেন, “এটি এক বর্বরোচিত ও অমানবিক ঘটনা। উত্তরপ্রদেশে দলিতদের উপর হামলা ক্রমশ বাড়ছে, অথচ প্রশাসন নীরব।” কংগ্রেসের (Congress) অভিযোগ, অভিযুক্ত RSS-কর্মী। তাদের দাবি, “বিজেপি ও RSS দলিত বিরোধী মানসিকতা লালন করছে।”

এর আগে সোমবার রাতে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) গোয়ালিয়রে আরও এক ভয়াবহ দলিত নির্যাতনের ঘটনা ঘটেছিল। অভিযোগ, শ্বশুরবাড়ি থেকে এক দলিত যুবককে অপহরণ করে বেধড়ক মারধর করা হয়, এমনকি তাঁকে মূত্র পান করতেও বাধ্য করা হয়। সোনু বড়ুয়া, অশোক পাঠক ও ছোটু ওঝা নামে তিনজনকে ওই ঘটনায় অভিযুক্ত করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen