মুম্বইয়ে গণেশ বিসর্জনে বিপত্তি! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত এক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:০০: রবিবার বাণিজ্যনগরীতে গণেশ বিসর্জনের সময় ঘটল দুর্ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল একজনের। আহত আরও পাঁচ। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের সাকিনাকা এলাকার খৈরানি সড়কে।
জানা গিয়েছে, রবিবার সকালে গণেশ বিগ্রহ নিরঞ্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। রাস্তায় একটি বিদ্যুতের তার ঝুলে ছিল। সেই তার বিগ্রহের গায়ে আটকে যায়। সে সময় ছ’জন বিগ্রহ ছুঁয়ে ছিলেন, তাঁরা প্রত্যেকেই বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁদের অনতিদূরের এক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এক যুবকের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম বিনু সুকুমারন কুমারন। বয়স ৩৬ বছর।
আহত হয়েছেন শুভাংশু কামাথ, তুষার গুপ্ত, ধর্মরাজ গুপ্ত, করণ কনোজিয়া, অনুশ গুপ্ত। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই পাঁচ জনের অবস্থা স্থিতিশীল। করণ ও অনুশ দুজনেই নাবালক।