পুজোর উপহার: তিনটি অভিনব টয়ট্রেন পরিষেবা চালু করছে Darjeeling Himalayan Railway, রইল বিস্তারিত Update

পুজোর ছুটিতে পাহাড় ছোটে বাঙালিরা। এবার পুজোর উপহার নিয়ে হাজির Darjeeling Himalayan Railway (DHR)।

August 27, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:০০: পুজোর ছুটিতে পাহাড় ছোটে বাঙালিরা। এবার পুজোর উপহার নিয়ে হাজির Darjeeling Himalayan Railway (DHR)। তিনটি অভিনব টয়ট্রেন পরিষেবা চালু করছে তারা। তিনটির মধ্যে একটি ‘চা ট্রেন’। অন্য দু’য়ের একটি হারিয়ে যেতে বসা ‘স্টিম ইঞ্জিন’ এবং অন্যটি ‘কার্শিয়াং মহানদী সানরাইজ স্পেশাল সার্ভিস’। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ১৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২০ সেপ্টেম্বর থেকে ওই পরিষেবা চালুর কথা ঘোষণা করা হয়েছে। প্রতি শনিবার ও রবিবার চা ট্রেন চলবে। একই দিনে চলবে স্টিম ইঞ্জিন। রবিবার করে চলবে ‘কার্শিয়াং মহানদী সানরাইজ স্পেশাল সার্ভিস’।

পর্যটন শিল্পে জোয়ার আনতে এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। বহু বিদেশিও এই সময় পাহাড়ে আসেন। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, প্রতি শনিবার ও রবিবার চা ট্রেন দুপুর ১২টা নাগাদ শিলিগুড়ি থেকে ছেড়ে দুপুর দেড়টায় রংটং স্টেশনে পৌঁছবে। সেখানে চার ঘণ্টা থামবে ট্রেনটি। যাত্রীদের আশপাশের চা বাগান, চা কারখানা, চা পাতা তোলা ঘুরিয়ে দেখানো হবে। ওই ট্রেনেই শিলিগুড়ি ফিরবেন পর্যটকরা। চা বাগান এলাকা ঘুরিয়ে দেখানো হবে বলে ট্রেনটির নাম দেওয়া হয়েছে ‘চা ট্রেন’।

প্রতি শনিবার দার্জিলিং থেকে একটি স্টিম ইঞ্জিন চালিত টয়ট্রেন কার্শিয়াং পর্যন্ত চলবে। রবিবার তা কার্শিয়াং থেকে দার্জিলিংয়ে ফিরে যাবে। যাত্রাপথে স্টেশনের পাশাপাশি পর্যটন কেন্দ্রগুলিতে দাঁড়াবে সেই ট্রেন। রবিবার সকালে কার্শিয়াং মহানদী সানরাইজ স্পেশাল সার্ভিস শুরু হবে। কার্শিয়াং থেকে সকাল ৭টা ১৫ মিনিটে ছেড়ে যাবে এটি। সকাল ১০টায় মহানদীতে ফিরে আসবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen