পুরনো রুটে ফের চালু হবে দার্জিলিং রোপওয়ে, খুশি পর্যটকরা

মাত্র ২.৩ কিমি দার্জিলিং রোপওয়ে চড়ে মন ভরত না পর্যটকদের।

August 11, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
পুরনো রুটে ফের চালু হবে দার্জিলিং রোপওয়ে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পর্যটকদের জন্য সুখবর দিল রাজ্য সরকার। দার্জিলিংয়ে দীর্ঘ ৮ বছর বন্ধ থাকার পর ফের পুরোনো রুটে রোপওয়ে সার্ভিস চালু করতে উদ্যোগী রাজ্য সরকার।

পুরনো রুটে সার্ভিস চালু হলে যাত্রীদের নিরাপত্তার দিকে নজর দেওয়া হবে। মাঝপথে কোনও দুর্ঘটনা ঘটলে তাড়াতাড়ি যাত্রীদের নামিয়ে আনার জন্য বিশেষ ধরনের ব্যবস্থা থাকবে। কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে এই কাজে।

দার্জিলিং রোপওয়ে পাহাড়ে পর্যটন শিল্পের অন্যতম আকর্ষণ। বর্তমানে যে রুটে রোপওয়ে চলছে তার দূরত্ব মাত্র ২.৩ কিমি। দার্জিলিং রোপওয়ের পুরনো রুটকে অন্য রূপ দেওয়ার পরিকল্পনা রাজ্য সরকারের। মধ্যবর্তী স্টেশনের সংখ্যা যেমন বাড়বে তেমনই গড়ে উঠবে নতুন টার্মিনাল। পর্যটকদের জন্য গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও থাকবে।

মাত্র ২.৩ কিমি দার্জিলিং রোপওয়ে চড়ে মন ভরত না পর্যটকদের। রাজ্য সরকারের এই উদ্যোগের ফলে পর্যটকদের ভিড় আবারও বাড়বে দার্জিলিং রোপওয়েতে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen