দুপুরেই ঘনাল আঁধার, শুক্রে প্রবল বর্ষণ কলকাতা ও শহরতলিতে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৬:৩২: শুক্রবার দুপুরে কলকাতাজুড়ে শুরু হল প্রবল বৃষ্টি। দুপুরেই ঘনিয়ে এলো রাতের অন্ধকার। কলকাতা ও সংলগ্ন অঞ্চলে বৃষ্টিপাতের জেরে জল জমা শুরু হয়েছে। তবে আজকের বৃষ্টিতে কলকাতায় ফের জল জমার ভয়ে কাঁটা সাধারণ মানুষ।
শুক্রবার, উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা ছিল। বেলা গড়াতেই সে সম্ভাবনা সত্যি হল। দুপুরের পর কালো মেঘে ঢেকে যায় কলকাতার আকাশ। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলী, নদিয়া এবং দুই ২৪ পরগণায় রবিবার পর্যন্ত হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
ঘণ্টা খানেকের বৃষ্টিতে জল জমে গিয়েছে কলকাতার অনেক এলাকায়। সায়েন্স সিটি থেকে ঠনঠনিয়া কালীবাড়ি এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। সল্টলেকেও জমেছে। পথচারী থেকে নিত্যযাত্রীরা কার্যত ভিজে কাক।
সাধারণত অক্টোবরের প্রথম সপ্তাহে বর্ষা বিদায় নেয়। দক্ষিণবঙ্গে এখনও বর্ষা বিদায় নেয়নি। এখনও গাঙ্গেয় বঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রবল। আলিপুর হাওয়া অফিস পূর্বাভাসে জানিয়েছিল, সপ্তাহের শেষে রাজ্য থেকে বিদায় নেবে বর্ষা। তবে কি বর্ষা বিদায়ের আগে মরণ কামড় দিচ্ছে?