লরির ভেতর সাংসদ সুনীল মন্ডলের ভাইয়ের মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য

মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে কার্তিক পেশায় গাড়িচালক, বীরভূমের ইলামবাজারের এলাকায় থাকেন তিনি।

September 6, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মন্ডলের ভাইয়ের মৃতদেহ উদ্ধার। এদিন সকাল এগারোটা নাগাদ কাঁকসার মিনি বাজার সংলগ্ন এলাকায় এক লরি ভেতর থেকে উদ্ধার হয় সাংসদের ভাই কার্তিক মন্ডলের দেহ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, ওই গাড়ির ভিতরে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন বছর পঞ্চাশের কার্তিক। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে কাঁকসা থানা পুলিশ। শুরু হয়েছে গোটা ঘটনার তদন্ত।

মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে কার্তিক পেশায় গাড়িচালক, বীরভূমের ইলামবাজারের এলাকায় থাকেন তিনি। ভাইয়ের মৃত্যুর খবর দেওয়া হয়েছে সাংসদ সুনীল মণ্ডলকেও। স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে দাদার সুনীল মণ্ডল এর সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই । লকডাউনে কার্তিক বাবু চরম আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তাতে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি। আত্মহত্যার পিছনে তেমন কারণও থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে । মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে কাঁকসা থানা পুলিশ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen