খসড়া ভোটার তালিকায় ‘মৃত’! ক্ষোভে নিজের ডেথ সার্টিফিকেট চাইতে পৌরসভায় হাজির ব্যক্তি

December 17, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:০০: দিব্যি বেঁচে আছেন, হাঁটাচলা করছেন, এমনকি নিয়ম মেনে এনুমারেশন ফর্মও পূরণ করেছিলেন। অথচ সরকারি খাতায় তিনি ‘মৃত’। নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া ভোটার তালিকায় নিজের নামের পাশে জ্বলজ্বল করছে ‘মৃত’ শব্দটি। এই আজব কাণ্ড দেখে চক্ষু চড়কগাছ পূর্ব বর্ধমানের কালনার বাসিন্দা পূর্ণ সাহার। প্রতিবাদ জানাতে বুধবার দুপুরে সটান কালনা পৌরসভায় হাজির হয়ে নিজের ‘ডেথ সার্টিফিকেট’ (Death certificate) দাবি করে বসলেন এই জীবিত ব্যক্তি।

জানা গিয়েছে, বিয়াল্লিশ বছর বয়সী পূর্ণ সাহা কালনা পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের ২০৪ নম্বর বুথের বাসিন্দা। গত ১৬ নভেম্বর তিনি ভোটার তালিকার সংশোধনের জন্য এনুমারেশন ফর্ম (Enumeration form) পূরণ করে স্থানীয় বিএলও (BLO)-র কাছে জমা দিয়েছিলেন। সেই ফর্ম জমার রিসিভ কপিও সযত্নে রেখেছিলেন নিজের কাছে। কিন্তু সম্প্রতি প্রকাশিত খসড়া ভোটার তালিকা হাতে পেতেই তিনি দেখেন, তাঁর নাম তো রয়েছেই, কিন্তু তার পাশে লেখা রয়েছে তিনি মৃত।

জীবিত থাকা সত্ত্বেও সরকারি নথিতে নিজেকে মৃত দেখে ক্ষোভে ফেটে পড়েন পূর্ণবাবু। বুধবার দুপুরে তিনি সশরীরে পৌরসভায় উপস্থিত হন। সেখানে গিয়ে তিনি বলেন, “কমিশনের খসড়া ভোটার তালিকায় আমি মৃত। তাহলে আমাকে দয়া করে ডেথ সার্টিফিকেট দিন।” পৌরসভা থেকে বেরিয়ে তিনি সংবাদমাধ্যমকে বলেন, “ফর্ম পূরণের পরও আমাকে মৃত ঘোষণা করা হয়েছে। তাই আমি ডেথ সার্টিফিকেট নিতে এসেছি।”

কিন্তু ভুলটি হলো কী করে? এই প্রসঙ্গে পূর্ণ সাহার স্ত্রী জানান, “বিএলও আমাদের বাড়িতে ফর্ম নিতে আসেননি। তিনি পাশের বাড়িতে এসেছিলেন, সেখানেই আমরা সমস্ত ফর্ম জমা দিয়ে আসি। সম্ভবত তখনই তিনি ভুলবশত আমার স্বামীর এনুমারেশন ফর্মে ‘ডেথ’ (Death) লিখে দিয়েছিলেন। আমরা তখন সেটা লক্ষ্য করিনি। এখন তালিকা দেখে ফর্ম বের করে দেখি সেখানেও একই ভুল রয়েছে। তবে আমার ও আমার শাশুড়ির নাম ঠিকই আছে।”

এই ঘটনায় প্রশাসনিক গাফিলতির অভিযোগ উঠেছে। কালনার মহকুমাশাসক জানিয়েছেন, কেন এবং কার ভুলে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট বিএলও (BLO) এবং এইআরও (AERO)-কে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পরেই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen