ডেডলাইন শেষ, অন্তঃসত্ত্বা সোনালিকে ভারতে ফেরাতে এখনও ‘নিষ্ক্রিয়’ কেন্দ্র! সরব তৃণমূল

October 24, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০:৪৮: কলকাতা হাই কোর্টের নির্দেশের চার সপ্তাহ পেরিয়ে গেলেও বাংলাদেশে নির্বাসিত অন্তঃসত্ত্বা সোনালি খাতুন-সহ ছয়জন ভারতীয় নাগরিককে দেশে ফেরাতে কোনও পদক্ষেপ নেয়নি কেন্দ্রীয় সরকার (Centre Govt)। এই ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম (Samirul Islam) অভিযোগ করেছেন, আদালতের নির্ধারিত সময়সীমা শেষ হলেও কেন্দ্রীয় প্রতিনিধিরা কোনও উদ্যোগ দেখাননি। বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজাও (Shashi Panja)।

ঘটনার সূত্রপাত তিন মাস আগে, যখন সোনালি খাতুন-সহ ছয়জনকে ‘অবৈধ বাংলাদেশি’ বলে চিহ্নিত করে কেন্দ্রীয় সরকার বাংলাদেশে (Bangladesh) পুশব্যাক করে। পরে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) দায়ের হওয়া হেবিয়াস কর্পাস (Habeas Corpus) মামলায় আদালত জানায়, তাঁদের ভারতীয় নাগরিকত্বের যথেষ্ট প্রমাণ রয়েছে এবং চার সপ্তাহের মধ্যে তাঁদের দেশে ফিরিয়ে আনার (deportation) নির্দেশ দেয়।

তৃণমূলের দাবি, আদালতের নির্দেশ অনুযায়ী ২৪ অক্টোবর সেই সময়সীমা (deadline) শেষ হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত ঢাকায় নিযুক্ত ভারতীয় দূতাবাসের তরফে কোনও ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়নি। সোনালিরা এখনও বাংলাদেশ হাই কমিশনের দোরগোড়ায় অপেক্ষায় রয়েছেন। সামিরুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি নিয়ে ফের আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি।

তিনি আরও বলেন, প্রথমে তাঁদের বাংলাদেশি বলে অপমান করা হয়েছে, পরে অন্তঃসত্ত্বা সোনালি-সহ ছয়জনকে নির্বাসিত করা হয়েছে। এখন আদালতের নির্দেশ অমান্য করে তাঁদের ফেরানোর প্রক্রিয়াও থমকে রয়েছে। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকার কার্যত বাংলা-বিরোধী মনোভাব পোষণ করছে এবং মানবাধিকারের প্রশ্নে উদাসীন।

তৃণমূলের তরফে জানানো হয়েছে, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্বে এই লড়াই থেকে তারা সরে আসবে না। বাংলার মানুষ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে (2026 West Bengal Assembly Election) এই মানসিকতার জবাব দেবে বলেও দাবি করেছেন সামিরুল ইসলাম।

রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, প্রথমে বাংলার মানুষদের বাংলাদেশি বলে অপমান করা হয়েছে, পরে তাঁদের নির্বাসিত করা হয়েছে। এখন আদালতের নির্দেশ মানতে অস্বীকার করছে কেন্দ্র। এই অবস্থায় সোনালি খাতুন ও অন্যদের দেশে ফেরাতে সব রকমের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen