ইউক্রেনের রেলস্টেশনে রাশিয়ার ভয়ংকর ড্রোন হামলা, নিহত অন্তত ৩০

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৪০: রাশিয়ার সামরিক আগ্রাসনে (Russian strike) ফের রক্তাক্ত হল ইউক্রেন। শনিবার উত্তর ইউক্রেনের সুমি অঞ্চলের একটি রেল স্টেশনে (Ukraine railway station) ভয়াবহ ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। হামলার ফলে এখনও পর্যন্ত অন্তত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, আহত বহু। ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের উপর একাধিক ড্রোন (Drone) আছড়ে পড়ে, যার ফলে মুহূর্তেই আগুন ধরে যায় গোটা ট্রেনে। ট্রেনের ভিতরে থাকা যাত্রীরা আগুনে পুড়ে মারা যান। স্টেশন চত্বরও এই হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
হামলার পরপরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy) একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে দেখা যায় ধ্বংসস্তূপে পরিণত ট্রেন, চারদিকে ছড়িয়ে থাকা ধোঁয়া ও আগুন। জরুরি পরিষেবার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। পরিস্থিতি এখনও উত্তপ্ত।
রাশিয়া (Russia) ও ইউক্রেনের (Ukraine) মধ্যে চলমান যুদ্ধ ইতিমধ্যেই তিন বছরের বেশি সময় ধরে চলছে। এই সংঘাত থামাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) একাধিকবার উদ্যোগ নিলেও কার্যকর সমাধান এখনও অধরা। বর্তমান পরিস্থিতিতে জেলেনস্কি ফের ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন বলে জানা গিয়েছে। আলোচনায় ইউক্রেনের নিরাপত্তা, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং যুদ্ধবিরতির সম্ভাবনা উঠে আসতে পারে।
কিয়েভের তরফে জানানো হয়েছে, যদি রাশিয়া যুদ্ধবিরতির পথে না আসে, তবে তাদের বিরুদ্ধে আরও কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি করার দাবি জানানো হবে। এই হামলা ইউক্রেনের সাধারণ মানুষের নিরাপত্তা ও স্থিতিশীলতার উপর বড়সড় আঘাত বলে মনে করছে আন্তর্জাতিক মহল।