জমা জলে মরণফাঁদ! একের পর এক মৃত্যু শহরে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:০০: দ্বিতীয়ার সকাল থেকে শহর ভাসছে। এমন দুর্যোগের ছবি শেষ কবে দেখা গিয়েছে, মনে করতে পারছেন না কেউ! রাতভর বৃষ্টিতে কার্যত ভাসছে শহর। একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে শহরে। নেতাজিনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সাইকেল আরোহীর মৃত্যুর ঘটনা সামনে এসেছে। বিদ্যুতের খুঁটিতে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়।
বহু জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে জলে পড়ে রয়েছে। একাধিক রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে। দিকে দিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। কালিকাপুরেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। বালিগঞ্জ প্লেস, বেনিয়াপুকুর থেকেও একই ধরনের মৃত্যুর খবর এসেছে। জল জমে থাকার জেরে দেহও উদ্ধার করা যাচ্ছে না কোথাও কোথাও।
উল্লেখ্য, সোমবার রাত থেকে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়ে শহরজুড়ে। কার্যত জলবন্দি গোটা শহর। থমকে গিয়েছে পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি। ট্রেন চলাচল পর্যন্ত বিপর্যস্ত হয়ে পড়েছে।
শেষ পাওয়া খবর অনুযায়ী মোট মৃতের সংখ্যা ৭। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।