শুনানির চাপে মৃত্যু? মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং CEO মনোজ আগরওয়ালের বিরুদ্ধে FIR মৃতের পরিবারের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:০৮: SIR-র শুনানির চাপে পুরুলিয়ার বাসিন্দা ৮২ বছরের দুর্জন মাঝি মৃতু হওয়ার অভিযোগ উঠেছে। আনারা গ্রাম পঞ্চায়েতের চৌতালা গ্রামের বাসিন্দা দুর্জন মাঝির মৃত্যুতে এবার দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar) এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়ালের (Manoj Agarwal) বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। মৃতের পরিবারের অভিযোগ, শুনানিতে হাজিরা দিতে না-পারার ভয় থেকে চরম সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
পরিবারের অভিযোগ, দুর্জন মাঝি শুনানিতে পৌঁছনোর জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। গ্রামে কোনও টোটো বা যানবাহন না-পেয়ে দুশ্চিন্তায় পড়েন তিনি। পরিবার সূত্রে খবর, শুনানিতে পৌঁছতে না-পারলে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়তে পারে, এই আশঙ্কা থেকে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। তারপরই গ্রামের কাছে থাকা রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি।
মৃতের স্ত্রী ও ছেলে জানিয়েছেন, দীর্ঘদিন ধরে দুর্জন মাঝি উদ্বিগ্ন ছিলেন SIR-কে কেন্দ্র করে। অভিযোগ, বার্ধক্যজনিত অসুস্থতা ও যাতায়াতের সমস্যা থাকা সত্ত্বেও তাঁকে শুনানিতে হাজিরা দিতে বলা হয়েছিল। পরিবারের অভিযোগ, ভোটাধিকার রক্ষার নামে ভয় ও অনিশ্চয়তার পরিবেশ তৈরি করা হয়েছে, কমিশন যার দায় এড়াতে পারে না। আজ, মঙ্গলবার মাঝি পরিবার কমিশনের দুই শীর্ষস্থানীয় পদাধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করল।