R G Kar-এ তরুণী চিকিৎসকের মৃত্যু: সর্বোচ্চ শাস্তি চাইবে পুলিশ – কমিশনার বিনীত গোয়েল

কমিশনার বলেন তিন সদস্যের কমিটি গঠন করে ময়নাতদন্ত করা হয়, যার ভিডিওগ্রাফি করা হয়েছে। এই সময় মৃতের পরিবারের সদস্য, ছাত্ররা সাক্ষী হিসাবে ছিলেন।

August 10, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আর জি কর হসপিটালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। সূত্রের খবর সঞ্জয় রায় নাম ওই যুবক ওই হাসপাতালের কর্তব্যরত হোমগার্ড।

শনিবার দুপুরে কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আরজি কর সপিটালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনা দুর্ভাগ্যজনক। সকাল সাড়ে ১০টায় টালা থানায় খবর আসে এক মহিলার দেহ পরে আছে। অনুসন্ধানের সময় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য সাক্ষীরা ছিলেন।

কমিশনার বলেন তিন সদস্যের কমিটি গঠন করে ময়নাতদন্ত করা হয়, যার ভিডিওগ্রাফি করা হয়েছে। এই সময় মৃতের পরিবারের সদস্য, ছাত্ররা সাক্ষী হিসাবে ছিলেন।

অনুসন্ধান চালানোর জন তিন সদস্যের এসআইটি গঠন করা হয়েছে বলে জানান পুলিশ কমিশনার। তথ্যপ্রমাণের ভিত্তিতে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে স্বচ্ছতার সঙ্গে বলেন তিনি।

কমিশনার জানান, যে ব্যক্তি এই জঘন্য কাজ করেছে সে জঘন্যতম অপরাধী এবং সর্বোচ্চ শাস্তির যোগ্য। হত্যা এবং যৌন নিপীড়নের মামলা দায়ের করা হচ্ছে বলে জানা যাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen