জারি মৃত্যু মিছিল! SIR আতঙ্কে কোলাঘাটে মৃত্যু বৃদ্ধার

November 21, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৫৮: ফের SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ বাংলায়। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের বাসিন্দা এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে অভিযোগ। ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল না বৃদ্ধা ও তাঁর ছেলের। দেশছাড়া হওয়ার আতঙ্ক জাঁকিয়ে বসেছিল বৃদ্ধার মনে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

জানা গিয়েছে, মৃতের নাম কেশিমন বিবি। তিনি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার ভোগপুর গ্রাম পঞ্চায়েতের ভোগপুরের বাসিন্দা। তাঁর বয়স ৮৩ বছর। ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল না কেশিমন বিবি ও তাঁর ছেলের। আতঙ্কিত হয়ে পড়েন বৃদ্ধা। অবসাদে ভুগতে শুরু করেছিলেন। বৃহস্পতিবার রাতে অসুস্থ হয়ে পড়েন কেশিমন বিবি। বাড়িতেই মৃত্যু হয় তাঁর। পরিবারের অভিযোগ, SIR-র আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বৃদ্ধার।

প্রসঙ্গত, বাংলায় SIR ঘোষণার পর থেকে আম জনতার মনে আতঙ্ক বাড়ছে। দেশছাড়া হওয়ার আতঙ্কে অনেকে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। কেউ কেউ আতঙ্কে হৃদরোগ আক্রান্ত হয়েও মারা যাচ্ছেন। আরও অভিযোগ কাজের চাপে আত্মহত্যা করছেন BLO-রাও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen