তৃণমূলের উচ্ছিষ্ট দিয়ে ঘর গোছাচ্ছে গেরুয়া শিবির, কটাক্ষ দেবাংশুর

মেখলিগঞ্জের বিধায়ক অর্ঘ্য রায় প্রধান বলেন, ‘এদিন বক্তারা কেন্দ্রের একাধিক জনবিরোধী আইনের বিরুদ্ধে সরব হন। ভোটের আগে জনসভায় উপচে পড়া ভিড়ে এটা প্রমাণিত যে, দলনেত্রী ও দলের ওপর মানুষের আস্থা রয়েছে।’

January 8, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) উচ্ছিষ্ট দিয়ে বিজেপি ঘর গোছাচ্ছে, বৃহস্পতিবার হলদিবাড়ির পুরোনো হাসপাতালের মাঠে আয়োজিত জনসভায় ঠিক এভাবেই গেরুয়া শিবিরের দিকে কটাক্ষ ছুড়ে দিলেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। তিনি এদিন বলেন, ‘কোচবিহারের ৯টি বিধানসভা আসনের ৯টিতেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে।’ এদিন জনসভায় মহিলাদের উপচে পড়া ভিড় দেখে দেবাংশু বলেন, ‘রাজ্যের মুখ্যমন্ত্রীর আসনে বসে আছেন এক মহিলা। বিজেপি ষড়যন্ত্র করে তাঁকে ক্ষমতাচ্যুত করতে চাইছে।’ জনসভায় উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের বিধায়ক অর্ঘ্য রায় প্রধান, ব্লক কমিটির সভাপতি অমিতাভ বিশ্বাস, টাউন কমিটির সভাপতি শঙ্কর দাস, মেখলিগঞ্জ ব্লক কমিটির সভাপতি উদয় রায়, ছাত্র পরিষদের ব্লক কমিটির সভাপতি বাপি সেন, টাউন যুব সভাপতি প্রদীপ সিংহ প্রমুখ।

দলের একাংশকে ব্রাত্য রেখে এদিন জনসভা অনুষ্ঠিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। জনসভায় ডাক না পেয়ে ক্ষোভ উগরে দিয়েছেন কোচবিহার (Cooch Behar) জেলা পরিষদের কর্মাধক্ষ্য তথা প্রাক্তন ব্লক সভাপতি গোপাল রায়। তিনি জানান, এদিনের জনসভায় তাঁকে ডাকা হয়য়া হয়নি। এছাড়া দলের একাংশকে পুরোপুরি ব্রাত্য রেখে কর্মসূচি আয়োজিত হয়েছে। এতে দলীয় কর্মী-সমর্থকদের প্রতি ভুল বার্তা যাচ্ছে। যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি ব্লক সভাপতি অমিতাভ বিশ্বাস (Amitav Biswas)।

মেখলিগঞ্জের বিধায়ক অর্ঘ্য রায় প্রধান বলেন, ‘এদিন বক্তারা কেন্দ্রের একাধিক জনবিরোধী আইনের বিরুদ্ধে সরব হন। ভোটের আগে জনসভায় উপচে পড়া ভিড়ে এটা প্রমাণিত যে, দলনেত্রী ও দলের ওপর মানুষের আস্থা রয়েছে।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen