‘প্রার্থী তুললে মুখরক্ষা হত’ জঙ্গিপুরে বিজেপিকে আক্রমণ দেবাংশুর
দলীয় কর্মীদের নির্দেশ দেন, একটিও ভোট যাতে বিরোধীরা না পান সে বিষয়ে সর্তক থাকতে।
Authored By:

‘জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থী জাকির হোসেন (Jakir Hossain) লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়লাভ করবেন। বিজেপি প্রার্থীর স্বেচ্ছায় প্রার্থীপদ প্রত্যাহার করে নেওয়া উচিত ছিল।’ জোরালোভাবে দাবি করলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য (Debangsu Bhattachariya)। সোমবার জঙ্গিপুরের আহিরণ হেমাঙ্গিনী বিদ্যায়তন ময়দানে তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থী জাকির হোসেনের সমর্থনে এক কর্মিসভায় উপস্থিত হয়ে বিজেপিকে এইভাবেই কটাক্ষ করলেন দেবাংশু। বিজেপি ও বামফ্রন্টকে একযোগে কটাক্ষ করে দেবাংশু বলেন, ‘লড়াই তৃণমূল কংগ্রেস বনাম বিজেপির। বাম প্রার্থী এখানে গরুর গাড়ির হেড লাইট। লড়াইয়ের ময়দানেই নেই!’ দলীয় কর্মীদের নির্দেশ দেন, একটিও ভোট যাতে বিরোধীরা না পান সে বিষয়ে সর্তক থাকতে।