বাঙালি হেনস্তা প্রস্তাবের আলোচনায় CAA নিয়ে বিতর্ক, শুভেন্দুকে খোলাখুলি চ্যালেঞ্জ ব্রাত্যের
শুভেন্দু অধিকারী CAA প্রসঙ্গ তুলে নিজের মতামত জানান। এর প্রতিবাদে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কার্যত খোলাখুলি চ্যালেঞ্জ ছুড়ে দেন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৮:৩৫: আজ বিধানসভার বিশেষ অধিবেশনে বাংলা ও বাঙালি ‘হেনস্তা’ সংক্রান্ত প্রস্তাব নিয়ে আলোচনা চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সিএএ (CAA) প্রসঙ্গ তুলে নিজের মতামত জানান। এর প্রতিবাদে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) কার্যত খোলাখুলি চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন, “বাংলা থেকে মাত্র ১২ জন সিএএ-তে আবেদন করেছেন। বিধানসভায় প্রস্তাব আনুন, এই বিষয়ে আলোচনা করা হবে। কিন্তু বাংলা সংক্রান্ত আলোচনার সময় কেন এই প্রসঙ্গ আনা হচ্ছে?”
নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) নিয়ে কেন্দ্রীয় বিতর্ক দীর্ঘ। সংখ্যাধিক্যের কারণে আইন পাশ হলেও বিরোধীরা দাবি করছেন, কতজন এই আইনে নাগরিকত্ব পেয়েছেন বা আবেদন করেছেন, তা স্পষ্ট নয়। তৃণমূল কংগ্রেস বাংলা ও বাঙালিদের CAA ও NRC থেকে দূরে রাখতে চায়। তারা অভিযোগ করছে, এনআরসি (NRC) নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করে সাধারণ মানুষকে বিপথে চালিত করছে বিজেপি (BJP)।
এদিকে নাগরিকত্ব সংশোধনী আইনে আবেদন করার জন্য মতুয়া সম্প্রদায়ের মানুষকে বনগাঁয়ের ঠাকুরবাড়ি থেকে কার্ড ও হিন্দু শংসাপত্র দেওয়ার কাজ চলছিল। এই প্রসঙ্গও বিধানসভায় উঠে আসে, যা মূল আলোচনার সঙ্গে সম্পর্কহীন বলে দাবি করে রাজ্যের শাসক দল।