মোদী আমলে বাড়ছে ঋণের বোঝা, আর্থিক ঝুঁকিতে দেশ! RBI-র তথ্যে অর্থনীতি ভেঙে পড়ার আশঙ্কা?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৩০: প্রচারের ঢক্কানিনাদ বাজিয়েই চলেছেন মোদী ও তাঁর দলবল। খুব তাড়াতাড়ি ভারত নাকি জার্মানিকে পিছনে ফেলে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে! মোদী সরকারের এহেন প্রচারের উল্টোকথা শোনা যাচ্ছে দেশের অন্যতম প্রধান আর্থিক সংস্থা রিজার্ভ ব্যাঙ্কের ভাষ্যে! রিজার্ভ ব্যাঙ্ক সম্প্রতি জানিয়েছে, উন্নয়নশীল দেশগুলির মধ্যে ভারতের আর্থিক ঝুঁকি সবচেয়ে বেশি! দেশে জিডিপির তুলনায় যেভাবে ঋণের বোঝা বাড়ছে, তা আশঙ্কাজনক।
ভারত সরকারের কোষাগারে যা রাজস্ব আদায় হচ্ছে, তার সিংহভাগই চলে যাচ্ছে ঋণের সুদের বোঝা টানতে। সাধারণ মানুষের জন্য উন্নয়ন হবে কী করে?
সুদের অর্থ বহনের নিরিখে সমগোত্রীয় দেশগুলির মধ্যে মোদী ভারতের স্থান একেবারে তলানিতে। দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, ইন্দোনেশিয়া, সৌদি আরব, তুরস্কের মতো দেশের পরিস্থিতিও ভারতের চেয়ে ভাল। দেশের অর্থনীতির প্রকৃত ছবি বোঝাতে জিডিপি ও সরকারের নেওয়া মোট ঋণের তুলনা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্ক জানাচ্ছে, দেশের নেওয়া ঋণ ও জিডিপির অনুপাত ৮১.৩। যার মানে দাঁড়ায়, দেশের অর্থনীতির মোট পরিমাণ ১০০ টাকা হলে ঋণের পরিমাণ ৮১.৩ টাকা। এটাই প্রমাণ করছে দেশে ঋণ শোধের ঝুঁকি ক্রমশ বাড়ছে। যা বোঝা হয়ে চাপছে সাধারণ মানুষের উপর। ভারতবাসীর মাথাপিছু ঋণের পরিমাণও বাড়ছে।
দেশে রাজস্ব আদায় হয় এবং তা থেকে খরচ, এই আয় -ব্যয়ের হিসেবকে জিডিপির সঙ্গে তুলনা করেছে আরবিআই। সুদ বাবদ ব্যয়কে বাইরে রেখে, অন্যান্য খরচের সঙ্গে আয়ের তুলনা করা হয়েছে। হার ঋণাত্মক হলে বুঝতে হবে, আয়ের তুলনায় অন্যান্য খরচের পরিমাণ বেশি। ভারতের এই হার (-)২.৩ শতাংশ! যা ইঙ্গিত করে অর্থনৈতিক পরিস্থিতি সুবিধের নয়।
রিজার্ভ ব্যাঙ্কের তথ্য বলছে, সুদ মেটাতেই সরকারি আয়ের ২৪.৩ শতাংশ খরচ হয়ে যায়। অর্থাৎ ১০০ টাকা আয় করলে সুদ দিতে ব্যয় হয় ২৪ টাকা ৩০ পয়সা। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, সমগোত্রীয় অর্থনীতির দেশগুলির মধ্যে ভারতের অবস্থাই সবচেয়ে খারাপ। ব্রাজিল, ইন্দোনেশিয়া বা আর্জেন্তিনার মতো পিছিয়ে থাকা দেশগুলির পরিস্থিতিও ভাল। অর্থনীতিবিদদের মতে, দেশের জিডিপি কত বাড়ল, তা দেশের আর্থিক অবস্থার সূচক নয়। ভারতের মতো বড় দেশে জিডিপি বাড়বে, এটা স্বাভাবিক প্রবণতা। মাথাপিছু আয় বৃদ্ধি, ঋণের বোঝা কতটা কমল, সেসবই অর্থনীতির বাস্তব চিত্রের পরিচয় দেয়।