SIR-র বিরুদ্ধে জোট বাঁধছে দাক্ষিণাত্য? রাজ্যজুড়ে বিক্ষোভের ডাক স্ট্যালিনের

November 10, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:২৮:  SIR-র বিরোধিতায় জোট বাঁধছে দক্ষিণ ভারত। তামিলনাড়ুতে রাজ্যব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন (MK Stalin)। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর মাত্র, SIR প্রক্রিয়া ভুল এবং বিভ্রান্তিকর। স্ট্যালিন নির্বাচন কমিশনের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। নাগরিকদের উদ্দেশ্যে স্ট্যালিনের বার্তা, ‘আপনার ভোট চুরি হওয়ার সম্ভাবনা আপনার দোরগোড়ায় পৌঁছেছে। আসুন ঐক্যবদ্ধ হই এবং সতর্ক থাকি।’

স্ট্যালিনের মতে, SIR প্রক্রিয়া ‘ত্রুটিপূর্ণ, বিভ্রান্তিকর এবং বিপজ্জনক’। স্ট্যালিনের অভিযোগ, SIR আসলে ভোটারদের তালিকা থেকে অপসারণের ষড়যন্ত্র। ১১ নভেম্বর রাজ্যব্যাপী প্রতিবাদের ঘোষণা করেছেন স্ট্যালিন। তিনি বলেন, DMK ‘আইনি’ পদ্ধতিতে এবং ‘প্রকাশ্যে’ SIR প্রক্রিয়ার বিরুদ্ধে লড়াই করবে। SIR-কে চ্যালেঞ্জ করে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে হলফনামা জমা করা হয়েছে। নিজের অবস্থান স্পষ্ট করে স্ট্যালিন জানিয়েছেন, তাঁর দল SIR-র বিরুদ্ধে নয়। অতি দ্রুত, অস্পষ্ট ও ত্রুটি-প্রবণ SIR-র
বাস্তবায়নের বিরুদ্ধে আন্দোলন করবেন তাঁরা। স্ট্যালিনের মতে, ‘সঠিক ও প্রকৃত ভোটার তালিকা আসলে একটি সৎ নির্বাচনের ভিত্তি।’

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর মতে, এই প্রক্রিয়া অত্যন্ত জটিল হওয়ায় শিক্ষিত মানুষও এই ফর্ম পূরণের সময় ভুল করতে পারেন। তাঁর দাবি, খসড়া ভোটার তালিকা প্রকাশের নির্ধারিত দিনের আগে কীভাবে কর্মীরা ফর্ম বিলির কাজ শেষ করতে পারবেন সেই বিষয়ে তাঁর সংশয় রয়েছে।

স্ট্যালিনের অভিযোগ, বিজেপি নির্বাচন কমিশনের সঙ্গে আঁতাত করেছে। রাহুল গান্ধীর ভোটচুরির অভিযোগের কথাও জানা তিনি। পাশাপাশি কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও SIR-র বিরোধিতা করেছেন তাও জানান স্ট্যালিন। SIR প্রক্রিয়া চলাকালীন নাগরিকদের সাহায্য করার জন্য হেল্পলাইন নম্বর চালু করেছেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen