কৌটো ফেলে না দিয়ে কাজে লাগান এই ভাবে 

বাড়িতে অনেক কৌটোই আমরা ফেলে দিই। কিন্তু জানেন কি এই ফেলে দেওয়া টিনের কৌটো দিয়েই আপনি বানিয়ে ফেলতে পারেন ঘর সাজানোর চমৎকার সব জিনিস।

April 29, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

বাড়িতে অনেক কৌটোই আমরা ফেলে দিই। কিন্তু জানেন কি এই ফেলে দেওয়া টিনের কৌটো দিয়েই আপনি বানিয়ে ফেলতে পারেন ঘর সাজানোর চমৎকার সব জিনিস। 

  • চামচ, কলম, ছুড়ি কিছুই হাতের কাছে পাচ্ছেন না? কোন চিন্তা নেই। টিনের কৌটোকে মাঝ বরাবর কেটে নিন।গায়ে জড়িয়ে দিন রঙিন চটের টুকরো বা র্যাকপিং পেপার। বাহারি রঙ ও করতে পারেন নিজের ইচ্ছে মতো। ব্যাস তৈরী আপনার পেন বা চামচদান।
  • টিনের ছোট কৌটোকে রঙ করে বানিয়ে ফেলুন ডেসার্ট কন্টেনার।
  • টিনের কৌটো দিয়ে কখনো স্পিকার সেট বানানোর কথা ভেবেছেন। কৌটোর নীচটা চাকু দিয়ে সমান করে কেটে নিন। বাইরে বিভিন্ন কারুকার্য করে ভেতরে স্পিকার বসিয়ে দিন। ব্যাস তৈরী আপনার স্পিকার সেট।
  • ঢাকনা শুদ্ধ কৌটো নিন। এবার ঢাকনাটার মাঝখানটা গোল করে কেটে নিন। কৌটোটাকে তুলির টানে সাজিয়ে তুলুন। তৈরী আপনার ফ্যান্সি ক্যান্ডেল স্ট্যান্ড।
  • টিনের একটা কৌটো নিয়ে সারা গায়ে ছোট ছোট ছিদ্র করে নিন। ভেতরে বাল্ব ভরে মুখ আটকে দিন। এবার জ্বালিয়ে দিন। আবছা আলোয় মোহময় ঘরে পছন্দের মানুষের সাথে সময় কাটান।
  • একটি টিনের কৌটোর ঢাকনার মাঝখানটা ছোট্ট করে চিড়ে দিন। যাতে পয়সা ফেলা যায়। কৌটোটাকে বাহারি কাগজ দিয়ে মুড়ে দিন। ব্যাস তৈরী আপনার ক্ষুদের পিগি ব্যাঙ্ক।
  • টিনের কৌটো ব্যবহার করতে পারেন আপনার অন্দর সজ্জার গাছের টব হিসেবেও। ছোট্ট এবং ছিম ছাম।
  • বেশ কয়েকটা কৌটোকে সুন্দর রঙ করুন। নীচে ফুটো করে দড়ির সাহায্যে সবকটাকে একসাথে ঝুলিয়ে দিন। তৈরী আপনার উইন্ড চাইমস। 
TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen