ভারতের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র! বাংলাদেশে ঘাঁটি তৈরি করে ত্রিমুখী হামলার ছক পাকিস্তানের
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৩০: ভারতের বিরুদ্ধে ফের এক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত মিলল পাকিস্তান (Pakistan) থেকে। এবার সরাসরি বাংলাদেশের (Bangladesh) মাটিতে সামরিক ঘাঁটি তৈরির প্রস্তাব দিল ইসলামাবাদ (Islamabad)। লক্ষ্য, ভারতকে তিন দিক থেকে ঘিরে ফেলে আক্রমণ করা। চাঞ্চল্যকর এই প্রস্তাব এবং যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (PML-N)-এর প্রভাবশালী যুবনেতা কামরান সঈদ উসমানি।
মঙ্গলবার এক ভিডিও বার্তায় উসমানি ভারত-বিরোধী এই নতুন ছকের কথা প্রকাশ্যে আনেন। তাঁর বক্তব্যে উঠে এসেছে ভারতের বিরুদ্ধে ত্রিমুখী হামলার নীল নকশা।
পিএমএল-এন নেতার দাবি অনুযায়ী, ভারতকে (India) কোণঠাসা করতে পশ্চিম ও পূর্ব- উভয় দিক থেকেই চাপ সৃষ্টি করতে হবে। তাঁর পরিকল্পনা মতে, পশ্চিম দিক থেকে পাকিস্তান এবং পূর্ব দিক থেকে বাংলাদেশ একযোগে ভারতের ওপর আক্রমণ চালাবে। ঠিক সেই সময়েই পরিস্থিতির সুযোগ নিয়ে উত্তরে লাদাখ ও অরুণাচল প্রদেশে ভারতের ওপর চাপ বাড়াবে চীন (China)। অর্থাৎ, ভারতকে একই সঙ্গে তিনটি ফ্রন্টে যুদ্ধের মোকাবিলা করতে হবে।
ভিডিও বার্তায় উসমানি অবিলম্বে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি সামরিক চুক্তি স্বাক্ষরের আহ্বান জানিয়েছেন। তাঁর প্রস্তাব, এই চুক্তির আওতায় বাংলাদেশে পাকিস্তানের এবং পাকিস্তানে বাংলাদেশের সামরিক ঘাঁটি তৈরি করা উচিত।
এর পিছনে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক কারণও দর্শিয়েছেন তিনি। উসমানির মতে, এই সামরিক বোঝাপড়া হলে বাংলাদেশের বন্দরগুলি সরাসরি ‘চীন -পাকিস্তান ইকনমিক করিডর’ বা ‘সিপেক’ (CPEC)-এর সঙ্গে যুক্ত হতে পারবে। তাঁর হুঁশিয়ারি, “যাঁরা সমুদ্র ও বন্দর নিয়ন্ত্রণ করে, তারাই বিশ্ব শাসন করে।” দক্ষিণ এশিয়ায় ভারতের একাধিপত্য খর্ব করতেই এই পদক্ষেপ জরুরি বলে মনে করছেন তিনি।
ভারতের বিরুদ্ধে বিষোদগার করতে গিয়ে উসমানি চরম হুঁশিয়ারি দেন। তিনি বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বে বিন্দুমাত্র আঁচ লাগলে ভারতের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালাতে দ্বিধা করবে না পাকিস্তান।
ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, নয়াদিল্লি বাংলাদেশের ওপর ‘অখণ্ড ভারত’-এর মতাদর্শ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। পাশাপাশি, বিএসএফ (BSF)-কে ব্যবহার করে বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করারও অভিযোগ তোলেন তিনি। এই পরিস্থিতিতে পাকিস্তানি সেনা যে হাত গুটিয়ে বসে থাকবে না, তা স্পষ্ট করে দিয়েছেন এই পাক যুবনেতা।