Paris Olympics 2024: বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন লভলিনা, তিরন্দাজিতে প্রি কোয়ার্টার ফাইনালে দীপিকা

কুস্তিতে সুশীল কুমার এবং ব্যাডমিন্টনে পিভি সিন্ধু ছাড়া ভারতের আর কোনও খেলোয়াড়ের ব্যক্তিগত ইভেন্টে পর পর দুই অলিম্পিক্সে পদক নেই।

July 31, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বক্সিংয়ে লভলিনা বরোগোঁহাই পৌঁছলেন কোয়ার্টার ফাইনালে। নরওয়ের বক্সার সুনিভা হফস্টাডকে হারান তিনি। লভলিনা গতবার ব্রোঞ্জ জিতেছিলেন। আর একটি ম্যাচ জিতলেই প্যারিসে পদক নিশ্চিত করবেন লভলিনা।

পর পর দু’টি অলিম্পিক্সে পদক জেতার সুযোগ লভলিনার সামনে। প্যারিসে পদক নিশ্চিত করতে হলে আর একটি ম্যাচ জিততে হবে দেশের অন্যতম সেরা মহিলা বক্সারকে। আগামী ৪ অগস্ট কোয়ার্টার ফাইনালে লভলিনার প্রতিপক্ষ চিনের লি কুইয়ান। কুস্তিতে সুশীল কুমার এবং ব্যাডমিন্টনে পিভি সিন্ধু ছাড়া ভারতের আর কোনও খেলোয়াড়ের ব্যক্তিগত ইভেন্টে পর পর দুই অলিম্পিক্সে পদক নেই।

অন্যদিকে তিরন্দাজির ব্যক্তিগত বিভাগে বাংলার বধূ দীপিকা কুমারী প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন। দীপিকা নেদারল্যান্ডসের কুইন্টি রোফেনকে ৬-৫ স্কোরে হারিয়ে দিয়েছেন। দীপিকা প্রথমে দলগত ইভেন্টে ভাল না করতে পারলেও ব্যক্তিগত বিভাগে তিনি সাড়া জাগিয়েছেন। আগামী ৩ অগস্ট দীপিকা জিততে পারলে শেষ আট নিশ্চিত করবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen