সন্ধ্যার গাওয়া এসো মা লক্ষ্মীর সঙ্গে নেচে উঠলেন দীপিকা পাড়ুকোন, ভাইরাল হল ভিডিও

বাঙালির লক্ষ্মীপুজোর সঙ্গে অতোপ্রতোভাবে জড়িয়ে সন্ধ্যা মুখোপাধ্যায়! তাঁর জনপ্রিয় গান শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি লক্ষ্মীপুজোর দিন না বাজলে যেন পুজোটাই সম্পূর্ণ হয় না৷ এ গানই বছরের পর বছর ধরে লক্ষ্মীর আরাধনায় বাংলার ঘরে ঘরে৷ সেই গানই এবার বাংলা থেকে সোজা বলিউড৷

June 6, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

বাঙালির লক্ষ্মীপুজোর সঙ্গে অতোপ্রতোভাবে জড়িয়ে সন্ধ্যা মুখোপাধ্যায়! তাঁর জনপ্রিয় গান শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি লক্ষ্মীপুজোর দিন না বাজলে যেন পুজোটাই সম্পূর্ণ হয় না৷ এ গানই বছরের পর বছর ধরে লক্ষ্মীর আরাধনায় বাংলার ঘরে ঘরে৷ সেই গানই এবার বাংলা থেকে সোজা বলিউড৷ পৌঁছে গেল দীপিকা রণবীরের ঘরে৷ পদ্মাবতীর সাজে এই গানের সঙ্গে নেচে ঘর আলো করলেন দীপিকা পাড়ুকোন! যা এই মুহূর্তে ভীষণ ভাইরাল৷ ইতিমধ্যেই ৮ হাজার শেয়ার হয়েছে৷ দেখে ফেলেছেন ২০ হাজারেরও বেশি মানুষ৷

সন্ধ্যার গাওয়া এসো মা লক্ষ্মীর সঙ্গে নেচে উঠলেন দীপিকা পাড়ুকোন

আসলে এটা একটি মজার ভিডিও৷ দীপিকার ছবি পদ্মাবতের জনপ্রিয় গান ঘুমর ঘুমরের সঙ্গে নায়িকার নাচকে মেলানো হয়েছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানের সঙ্গে৷ পুরোটাই এডিটের মাধ্যমে তৈরি করেছে একটি সোশ্যাল সাইট৷ এমন তারা প্রায়সই করে থাকে৷ লক্ষ্মীপুজোর বাজারে এই ভিডিওটি ভীষণ হিট ও ভাইরাল তো বটেই৷

blob:https://www.facebook.com/f174c4a4-65f4-4cf5-9e3f-e36bde508dab
TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen