প্রিয়াঙ্কাকে কুমন্তব্য করে বিতর্কে দিল্লির বিজেপি প্রার্থী

বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ রমেশ বিধুরীর মন্তব্যে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে।

January 6, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ রমেশ বিধুরীর মন্তব্যে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে। আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনে কালকাজি কেন্দ্র থেকে বিধুরীকে প্রার্থী করেছে বিজেপি৷ রবিবার এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘লালুপ্রসাদ যাদবের একটা কথা জনপ্রিয় হয়েছিল যে, তিনি বিহারের রাস্তা হেমা মালিনীর গালের মতো চকচকে করে দেবেন। তবে লালু সেই প্রতিশ্রুতি রাখেননি। কিন্তু আমি আশ্বাস দিচ্ছি, ওখলা ও সঙ্গম বিহারের রাস্তা যেমন বদলে গিয়েছে, তেমনই কালকাজির সব রাস্তা প্রিয়াঙ্কা গান্ধীর গালের মতো মসৃণ করে দেব।’ তাঁর এই মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। এরফলে দিল্লিতে ভোটের আগে প্রবল অস্বস্তিতে পড়েছে বিজেপি।

কংগ্রেস বলেছে, বিজেপির ‘নারীবিরোধী মনোভাব’ বিধুরির মন্তব্যেই স্পষ্ট হয়ে গিয়েছে। দলের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেত পদ্মশিবিরকে আক্রমণ করে এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘বিজেপি অত্যন্ত নারী বিদ্বেষী। প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে রমেশ বিধুরির মন্তব্য শুধু লজ্জাজনকই নয়, এতে তাঁর জঘন্য মানসিকতার প্রতিফলনও ঘটেছে। যে ব্যক্তি সাংসদ থাকাকালীন অন্য সাংসদকে গালিগালাজ করেন, তাঁর কাছ থেকে আর কী আশা করা যেতে পারে?’ বিজেপি নেতৃত্বকে প্রিয়াঙ্কার কাছে ক্ষমা চাওয়ারও দাবি জানিয়েছেন সুপ্রিয়া।

উল্লেখ্য, ২০২৩ সালে লোকসভায় প্রাক্তন বিএসপি সাংসদ দানিশ আলির উদ্দেশে সাম্প্রদায়িক মন্তব্য করেছিলেন বিধুরি। ওই মন্তব্য নিয়ে সেই সময় ব্যাপক সমালোচনা হলেও বিধুরির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। বিজেপি বিষয়টিকে ‘অনভিপ্রেত’ বলে আখ্যা দিয়ে দায় ঝেড়ে ফেলে। আর এক কংগ্রেস নেতা পবন খেড়ার দাবি, বিধুরির মন্তব্যে আরএসএসের ভাবাদর্শই ফুটে উঠেছে।

এরপর রবিবার বিকেলে বিজেপি নেতা রমেশ বিধুরী সংবাদসংস্থা এএনআই-কে বলেন, “এই ধরনের কথা তো আগেও বলা হয়েছে৷ লালু যাদব যা বলেছিলেন, আমি সেই সূত্র ধরেই বলেছি৷ যখন তিনি (লালু যাদব) কংগ্রেস সরকারের মন্ত্রী ছিলেন৷ তখন কংগ্রেস চুপ ছিল৷ যদি আমার মন্তব্যে কেউ আহত হয়ে থাকেন, আমি তার জন্য অনুতপ্ত৷ আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি৷”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen