Delhi Blast: দিল্লি বিস্ফোরণ নিয়ে আলোচনা নয়! স্থায়ী কমিটিতে বাধা সৃষ্টি বিজেপির

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:১৪: সংসদের স্বরাষ্ট বিষয়ক স্থায়ী কমিটিতে (Parliamentary Standing Committee on Home Affairs) বিজেপির প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করে কমিটির সভায় সভাপতিত্বকারী বিজেপি (BJP) সাংসদ রাধামোহন দাস আগরওয়াল (Radha Mohan Das Agarwal) সরাসরি দিল্লি বিস্ফোরণ নিয়ে আলোচনা করতে অস্বীকার করেন এবং কোনও সু-মোটো (Suo Moto) বিবৃতি দেওয়ার অনুমতিও দেননি। এতে বিরোধী সদস্যদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।
তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার (Dr. Kakoli Ghosh Dastidar) সভায় উপস্থিত ছিলেন। তিনি প্রশ্ন তোলেন যে, এই [মোদী] সরকারে বারবার এমন গোয়েন্দা ব্যর্থতা কীভাবে সম্ভব? দেশের নিরাপত্তা কোথায়? কিন্তু সভাপতির পক্ষ থেকে সেই বক্তব্য সম্পূর্ণ উপেক্ষা করা হয়।
বিরোধী শিবিরের অভিযোগ, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এবং তাঁদের সংসদীয় প্রতিনিধিরা ইচ্ছাকৃতভাবে এমন গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা বিষয়ক ইস্যু এড়িয়ে যাচ্ছেন। যখন দেশজুড়ে আতঙ্ক এবং উদ্বেগ ছড়িয়ে পড়েছে, তখন সংসদের অভ্যন্তরে এই ধরণের পক্ষপাত ও নীরবতা মানুষের নিরাপত্তার প্রতি অবমাননা ছাড়া কিছু নয়।
বিরোধীদের মতে, বিজেপির এই আচরণ প্রমাণ করে যে তারা জনগণের নিরাপত্তা নয়, রাজনৈতিক স্বার্থ রক্ষায় বেশি আগ্রহী। দিল্লি বিস্ফোরণের (Delhi Blast) মত সংবেদনশীল বিষয়ে আলোচনাও বন্ধ করে দেওয়া মানে সত্যকে আড়াল করা এবং দায় এড়ানো। বিজেপির এই নীরবতাই এখন দেশের সবচেয়ে বড় বিপদ।