দিল্লির নেতৃত্বে জেমাইমা, ল্যানিংয়ের উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া হলো ভারতীয় তারকাকেই
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:২৮: দীর্ঘ জল্পনার অবসান। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) নতুন অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হলো ভারতীয় দলের তারকা ব্যাটার জেমাইমা রদ্রিগেজকে (Jemimah Rodrigues)। মঙ্গলবার ফ্র্যাঞ্চাইজ়ির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় যে, ২০২৬ সালের উইমেন্স প্রিমিয়ার লিগে (WPL) জেমাইমাই দলের নেতৃত্ব দেবেন। এর ফলে মেগ ল্যানিংয়ের উত্তরসূরি হিসেবে দিল্লির ব্যাটন উঠল ২৫ বছর বয়সি এই ভারতীয় তারকার হাতেই।
গত তিন মরশুম ধরে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি মেগ ল্যানিং। তবে আসন্ন মরশুমের আগে তাঁকে ধরে রাখেনি দিল্লি। নিলামে দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের অধিনায়ক লরা উলভার্টকে দলে নেওয়ায় জল্পনা তৈরি হয়েছিল যে, নেতৃত্বের দায়িত্ব লরা নাকি জেমাইকার কাঁধে উঠবে। ঘরোয়া ক্রিকেটে মুম্বইকে নিয়মিত নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকায় দৌড়ে ছিলেন জেমাইমাও। তবে নিলামের পরেই দলের অন্যতম কর্ণধার পার্থ জিন্দাল স্পষ্ট করে দিয়েছিলেন যে, তাঁরা একজন ভারতীয়কেই এবার অধিনায়ক হিসেবে চাইছেন। অবশেষে সেই পরিকল্পনামাফিকই সিদ্ধান্ত নিল টিম ম্যানেজমেন্ট।
View this post on Instagram
অধিনায়ক হিসেবে নাম ঘোষণার প্রক্রিয়াতেও ছিল চমক। জেমাইমা নিজেও জানতেন না যে তাঁকে এই গুরুদায়িত্ব দেওয়া হচ্ছে। প্রথমে তাঁকে বলা হয়, সমর্থকদের সঙ্গে সাক্ষাতের জন্য তাঁকে ডাকা হয়েছে। কিন্তু বোর্ডরুমে প্রবেশ করতেই তিনি চমকে যান। সেখানে বড় পর্দায় তাঁর পরিবারের সদস্যদের একটি আবেগঘন ভিডিও বার্তা দেখানো হয়। এরপরই পার্থ জিন্দাল এসে জেমাইমার হাতে ‘ক্যাপ্টেন’ লেখা জার্সি তুলে দেন।
নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত জেমাইমা বলেন, “দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হতে পেরে আমি গর্বিত। আমার ওপর ভরসা রাখার জন্য টিম ম্যানেজমেন্টের কাছে আমি কৃতজ্ঞ। এই বছরটা আমার কাছে স্বপ্নের মতো কাটছে। বিশ্বকাপ জয়ের পর এবার এই দায়িত্ব পেলাম। গত তিন বছরে এই দলের হয়ে খেলে অনেক কিছু শিখেছি এবং এই দলটা এখন আমার কাছে পরিবারের মতো।”
View this post on Instagram
উল্লেখ্য, গত তিন মরশুমেই ফাইনালে উঠেও ট্রফি ছোঁয়া হয়নি দিল্লির। এবার জেমাইমার নেতৃত্বে সেই খরা কাটাতে মরিয়া রাজধানীর দল। আগামী ১০ জানুয়ারি মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ডব্লিউপিএল ২০২৬-এর অভিযান শুরু করবে দিল্লি ক্যাপিটালস।