দিল্লির পুজো মণ্ডপে মোদীর ছবি না রাখার সিদ্ধান্ত বহু উদ্যোক্তাদের, অস্বস্তিতে BJP

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:২১: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে দেশজুড়ে বিজেপির (BJP) নানা কর্মসূচির অংশ হিসেবে দিল্লির দুর্গাপুজো (Durga Puja) মণ্ডপে তাঁর ছবি রাখার ‘আর্জি’ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা (Rekha Gupta) সম্প্রতি প্রকাশ্যে বলেন, প্রতিমার পায়ের কাছে বা মণ্ডপে মোদির ছবি রাখা উচিত। তবে এই নির্দেশ মানতে রাজি নন রাজধানীর বেশিরভাগ পুজো উদ্যোক্তাই।
সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিরোধ এসেছে চিত্তরঞ্জন পার্ক কালীবাড়ির পুজো কমিটি থেকে। কমিটির সাধারণ সম্পাদক রাজীব নাগ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “দুর্গাপুজোয় আমরা কোনো রাজনীতি চাই না। শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন, মণ্ডপে কোনও নেতার ছবিই রাখা হবে না। পুজো তার জায়গায়, রাজনীতি তার জায়গায়।”
অন্যান্য কয়েকটি পুজো কমিটি প্রকাশ্যে মন্তব্য না করলেও অন্তর্দ্বন্দ্ব যে রয়েছে, তা স্পষ্ট। নাম প্রকাশে অনিচ্ছুক বহু উদ্যোক্তা জানাচ্ছেন, চিরাচরিত রীতি মেনেই পুজো হবে, মণ্ডপে শুধুই দেবী দুর্গা ও তাঁর সন্তানদের প্রতিমাই থাকবে।
বিরোধী দলগুলির অভিযোগ, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে সমাজ-সংস্কৃতি-উৎসব সব ক্ষেত্রেই গেরুয়াকরণের চেষ্টা করছে। এবার তার নিশানায় দুর্গাপুজো। তাঁদের দাবি, বাংলায় কোনওদিনই পুজো মণ্ডপে নেতাদের ছবি জায়গা পায়নি, ফলে বিজেপির উদ্যোগ উলটে তাদের জন্য ব্যুমেরাং হতে পারে।
অস্বস্তি টের পেয়েই অবশ্য পিছু হটার ইঙ্গিত দিয়েছে দিল্লি বিজেপি। দলের বেঙ্গলি সেলের শীর্ষ নেতা অরুণ মুখোপাধ্যায় জানিয়েছেন, “বিজেপি কখনওই মোদীজির ছবি মণ্ডপে রাখার কথা বলেনি। শুধু তাঁর দীর্ঘায়ু ও সুস্থতার জন্য প্রার্থনা করার কথা বলা হয়েছিল। বিষয়টি ভুল ব্যাখ্যা করা হচ্ছে।”