রাত পোহালেই দিল্লিতে নির্বাচন, ক্ষমতা ফিরে পেতে মরিয়া বিজেপি, জয়ের বিষয়ে নিশ্চিত আপ

সোমবার সন্ধ্যা ছ’টায় শেষ হল প্রচার৷ এক দফাতেই সম্পন্ন হবে দিল্লি বিধানসভা ৭০টি কেন্দ্রের নির্বাচন। ফল ঘোষণা ৮ ফেব্রুয়ারি।

February 4, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বুধবার দিল্লির বিধানসভা নির্বাচন। তার আগে সোমবার সন্ধ্যা ছ’টায় শেষ হল প্রচার৷ তিন প্রধান দলই রোড শো, জনসভা, পদযাত্রা এবং বাইক র‍্যালির মাধ্যমে প্রচার চালিয়েছে৷ নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে সোমবার বিকেল পাঁচটা নাগাদ শেষ হয় ভোটের প্রচার।

তার আগে সোমবার সন্ধ্যা ছ’টায় শেষ হল প্রচার৷ এক দফাতেই সম্পন্ন হবে দিল্লি বিধানসভা ৭০টি কেন্দ্রের নির্বাচন। ফল ঘোষণা ৮ ফেব্রুয়ারি। বুধবার এক কোটি ৫৬ লক্ষ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তারমধ্যে ৮৫ লক্ষ ৭৬ হাজার পুরুষ, ৭২ লক্ষ ৩৬ হাজার মহিলা এবং ১,২৬৭ জন তৃতীয় লিঙ্গের ভোটার। ভোটের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে ২২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও সাড়ে ৩৫ হাজারের বেশি দিল্লি পুলিস এবং ১৯ হাজার হোমগার্ড মোতায়েন থাকবে বিভিন্ন বুথে।

গত ২৫ বছর ধরে দিল্লির ক্ষমতা থেকে দূরে থাকা বিজেপির হয়ে প্রচারে নেমেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মতো হেভিওয়েট নেতারা। দিল্লিজুড়ে মোট ২২টি রোড শোয়ের আয়োজন করে পদ্মশিবির। অপরদিকে কংগ্রেসের হয়ে প্রচার করেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী ও সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী এবং দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গের মতো নেতারা। আম আদমি পার্টির হয়ে প্রচারে ছিলেন দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল এবং মুখ্যমন্ত্রী আতিশীর মতো নেতা-নেত্রীরা।

ইতিমধ্যেই প্রচারে আপ বিজেপিকে “ভারতীয় ঝুটা পার্টি” (মিথ্যাবাদীদের দল) এবং “গালি গালোচ পার্টি” (অপমানজনক দল) বলেছে। পাল্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপকে “আপ-দা” (বিপর্যয়) বলেছেন। এবং কেজরিওয়ালকে “ঘোষণা মন্ত্রী” হিসাবেও কটাক্ষ করেছেন।

কেজরিওয়াল বলেছেন, আপ এবার বিধানসভা নির্বাচনে নয়াদিল্লি, জঙ্গপুরা এবং কালকাজি আসন সহ ৫৫টি আসন জিতবে। কেজরিওয়াল নয়াদিল্লি আসন থেকে টানা চতুর্থবারের জন্য প্রার্থী হচ্ছেন। পাটপরগঞ্জের তিনবারের বিধায়ক মণীশ সিসোদিয়া এখন জঙ্গপুরা আসন থেকে লড়ছেন। অন্যদিকে, দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী কালকাজি আসন থেকে টানা দ্বিতীয়বারের জন্য প্রার্থী হচ্ছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen