দিল্লি কাবু শৈত্যপ্রবাহ ও দূষণে: AQI পৌঁছাল ‘ভয়াবহ’ পর্যায়ে

December 21, 2025 | < 1 min read
Published by: Raj


নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১.০০: মরশুমের প্রথম শৈত্যপ্রবাহের সঙ্গে দিল্লি কাবু হয়েছে তীব্র দূষণে। শনিবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল মাত্র ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি কম। শুধু ঠান্ডাই নয়, গরম-ঠান্ডার সঙ্গে মিশেছে দমবন্ধ দূষণ। দীপাবলির পর থেকেই রাজধানীজুড়ে ধোঁয়াশা ঘন হয়ে জনজীবন ব্যাহত করছে।

রবিবার সকাল সাড়ে ৬টায় দিল্লির বাতাসের সামগ্রিক মান সূচক (AQI) পৌঁছেছে ৩৯৬-তে, যা প্রায় ‘ভয়াবহ’ পর্যায়ের সঙ্গে সমান। চাঁদনী চক ৪৫৫, উজিরপুর ৪৪৯, রোহিনী ও জাহাঙ্গীরপুরী ৪৪৪-এর মতো এলাকায় দূষণের মাত্রা সবচেয়ে বেশি। ধোঁয়াশার কারণে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠা-নামায় বিপুল বিলম্ব হয়েছে, বাতিল হয়েছে শতাধিক ফ্লাইট।

দূষণ কমাতে প্রশাসন জল স্প্রে ও ‘ক্লাউড সিডিং’-এর ব্যবস্থা নিয়েছে, কিন্তু ফলাফল হতাশাজনক। বিশেষজ্ঞদের সতর্কবার্তা, শিশু ও বয়স্কদের জন্য এই পরিস্থিতি মারাত্মক বিপদ ডেকে আনতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen