শাহরুখ ও আরিয়ানকে টার্গেট করেও ফল শূন্য! সমীর ওয়াংখেড়ে’র মানহানি মামলা হাইকোর্টে খারিজ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:০০: প্রাক্তন এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়ে ‘দ্য ব্যাডস অফ বলিউড’ ওয়েব সিরিজের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে অভিযোগ জানিয়ে ছিলেন। তাঁর দাবি, সিরিজটিতে তাকে ব্যঙ্গ করা হয়েছে এবং এর মাধ্যমে তার ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা হয়েছে। সমীর শাহরুখ খান, গৌরী খান এবং আরিয়ান খানের বিরুদ্ধে দুই কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন।
তবে আদালত সমীরের আবেদনের গ্রহণযোগ্যতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছে। হাইকোর্টের বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরব শুক্রবার শুনানিতে বলেন, “ঘটনার সঙ্গে দিল্লির সরাসরি কোনো সম্পর্ক নেই। তাই এই মামলাটি এখানে চলতে পারে না।” আদালত এই আবেদন খারিজ করে দেয়।
সমীর আবেদনে উল্লেখ করেছেন, সিরিজটি ‘মাদকবিরোধী সংস্থা’ বা আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং মানুষের আস্থা নষ্ট করার চেষ্টা করেছে। তিনি আরও দাবি করেন, সিরিজের একটি চরিত্রের চেহারা তার সঙ্গে মিল রয়েছে, যা তাকে নিয়ে ব্যঙ্গ করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। তবে সিরিজে চরিত্রের নাম উল্লেখ করা হয়নি।
একই সঙ্গে সমীর হাইকোর্টকে জানিয়েছিলেন, সিরিজের একটি দৃশ্যে ‘সত্যমেব জয়তে’ প্রতীকের অপব্যবহার দেখানো হয়েছে। তিনি মনে করেন, এতে ১৯৭১-এর ‘জাতীয় সম্মানের প্রতি অবমাননা প্রতিরোধ আইন’ লঙ্ঘিত হয়েছে। কিন্তু আদালত এই দাবিকেও গ্রহণ করেনি।
ফলশ্রুতিতে, দিল্লি হাইকোর্ট এই মামলা খারিজ করেছে এবং স্পষ্ট করেছে যে, মামলার ক্ষেত্রে স্থানীয় সম্পর্ক না থাকায় এখানকার আদালতে এটি কার্যকর নয়। সমীর এখন সম্ভবত অন্য আইনি পথ বিবেচনা করবেন।d