বাংলার মানুষের মন বোঝে না দিল্লির নেতারা, বিস্ফোরক অভিযোগ তুলে BJP-র অস্বস্তি বাড়ালেন অভিজিৎ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১.০০: বিজেপিতে কি মোহভঙ্গ হল প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের? সদ্যই
বিজেপি ও মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এক প্রথমসারির বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে বৃহস্পতিবার সম্প্রচারিত সাক্ষাৎকারে বিজেপি সাংসদ দাবি করেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরানোই ছিল তাঁর বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর উদ্দেশ্য। তাঁর মতে, তিনি লক্ষ্যের ‘ধারেকাছে’ পৌঁছতে পারেননি। এর জন্য আবার মোদী সরকারকেই
দায়ী করেছেন অভিজিৎ।
কেন্দ্রীয় এজেন্সি থেকে নির্বাচন কমিশন, কোনও সংস্থা বাদ পড়েনি অভিজিতের নিশানা থেকে।নিজের দলের বিরুদ্ধেও উগরে দিয়েছেন ক্ষোভ। কার্যত বিজেপিকে বাংলা বিরোধী বলেছেন অভিজিৎ। তিনি বলেন, বাংলার আবেগ বিজেপি বুঝতে পারে না। তমলুকের সাংসদের দাবি, মোদী সরকার বাংলার পরিস্থিতি বদল করতে চায় না।
পাশাপাশি বাংলায় ‘অবাঙালি বিজেপি নেতৃত্বের দাপট’ নিয়েও ক্ষুব্ধ অভিজিৎ। তাঁর দাবি, ‘‘হিন্দি বলয় থেকে এখানে নেতা এনে ভোট করানো যাবে না। পশ্চিমবঙ্গের মানুষের মন, মেজাজ, তাঁদের অভিমান, এ সব দিল্লিওয়ালা নেতারা বোঝেন না।’’ তৃণমূলের বহিরাগত তত্ত্বই যেন শোনা গেল অভিজিতের মুখে। বছর ঘুরলেই ভোট, তার আগে দলের সাংসদের কথায় বিজেপি আরও বেকায়দা যে পড়ল, তা আর বলার অপেক্ষা রাখে না।