“দিল্লি, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মণিপুর …কবে স্বাধীনভাবে ঘুরতে পারব? প্রশ্ন তুললেন সাংসদ রচনা
চোখের জল মুছতে মুছতে বলেন, “দিনের শেষে কাজ করে গাড়ি করে ফিরি, সব মানুষ তা পান না।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: RG Kar হাসাপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন কাণ্ডে মুখ খুললেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। বললেন, “স্বাধীনতা দিবসে দেশ স্বাধীন হয়েছে। আমরা কতটা স্বাধীন হয়েছি? আমরা কী স্বাধীনভাবে ঘুরতে পারছি? RG Kar হাসাপাতালে সেই ভয়াবহ রাতের কথা ভাবতেই চোখে জল এল দিদি নাম্বার ওয়ানের। এই ঘটনায় কড়া শাস্তির দাবি জানালেন তারকা সাংসদ। রচনা বলেন, দিল্লি, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মণিপুর – একটার পর একটা ঘটনা। আমরা কবে স্বাধীনভাবে ঘুরতে পারব, সেটাই প্রশ্ন।
রচনা প্রশ্ন তোলেন, আমরা কেন কিছু করতে পারছি না? আর জি করের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। ভাষায় প্রকাশ করা যায় না। মুখে আনা যায় না।” এদিন কথা বলতে বলতে কেঁদে ফেলেন রচনা। চোখের জল মুছতে মুছতে বলেন, “দিনের শেষে কাজ করে গাড়ি করে ফিরি, সব মানুষ তা পান না। অনেক মহিলা হেঁটে, বাসে ঝুলতে ঝুলতে বাড়ি ফেরেন। কেউ ট্যাক্সি, অটো করে ফেরেন। তাঁরা যখন ফেরেন হয়তো এখন মনে হচ্ছে বাড়িতে ঠিকমতো পৌঁছতে পারবেন তো?