Delhi MCD By-Election : বড় চমক! গেরুয়া ঝড়ের মাঝেও খাতা খুলল বামেরা

December 3, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:০০: রাজধানী দিল্লির পুরসভার উপনির্বাচনে (Delhi MCD By-Election Result 2025) আবারও বিজেপির দাপট স্পষ্ট। বুধবার প্রকাশিত ফলাফলে ১২টি ওয়ার্ডের মধ্যে সাতটিতে জয়ী হয়েছে গেরুয়া শিবির। চাঁদনি চক, অশোক বিহার, গ্রেটার কৈলাস, দ্বারকা-বি, শালিমার বাগ, দিচাও কালান এবং বিনোদ নগরে বিজেপির (BJP) প্রার্থীরা জয়ী হয়েছেন।

তবে বিরোধীদের মুখেও কিছুটা হাসি ফুটেছে। চলতি বছরের শুরুতে বিধানসভা নির্বাচনে বিজেপির ঝড়ে বিধ্বস্ত হয়েছিল আপ (AAP) ও কংগ্রেস (Congress)। ৭০ আসনের মধ্যে বিজেপি পেয়েছিল ৪৮টি আসন, আপের ঝুলিতে গিয়েছিল মাত্র ২২টি, আর কংগ্রেস শূন্য। সেই হতাশার পর উপনির্বাচনে কিছুটা সান্ত্বনা পেল বিরোধীরা।

আপ এবার তিনটি ওয়ার্ডে জয়ী হয়েছে। নতুন দিল্লি ইউনিটের দায়িত্ব পাওয়া সৌরভ ভরদ্বাজের নেতৃত্বে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) দল অন্তত কিছু আসন ধরে রাখতে সক্ষম হয়েছে। অন্যদিকে, সঙ্গম বিহারে জয়ী হয়ে কংগ্রেসও (Congress) খাতা খুলেছে। বিজয়ী প্রার্থী সুরেশ চৌধুরী বলেন, “মুখ্যমন্ত্রী প্রচারে এসেও বিজেপিকে জেতাতে পারেননি।”

সবচেয়ে বড় চমক এসেছে বাম শিবির থেকে। অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক একটি ওয়ার্ডে জয়ী হয়ে দিল্লির রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বাংলায় যেখানে বামেরা শূন্য, সেখানে দিল্লিতে অন্তত একটি আসন জিতে তারা খাতা খুলতে সক্ষম হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen