BJP-র ১৫ বছরের বোর্ড ভেঙে দিল্লিতে MCD দখল করল AAP

বেলা ২টো নাগাদ দেখা যাচ্ছে AAP বোর্ড দখলের জন্য ম্যাজিক ফিগার ১২৬টি আসন পেরিয়ে গিয়েছে। নাচগান, বাজনা বাজাতে শুরু হয়েছে দলের কার্যালয়ের সামনে ।

December 7, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

ভোটগণনার চূড়ান্ত ফল না বেরোলেও ছবিটা পরিষ্কার। দিল্লিতে ১৫ বছর পর বিজেপি পরিচালিত পুরবোর্ডকে উৎখাত করে জিতল আম আদমি পার্টি। এগিয়ে-পিছিয়ে থাকার নিরিখে বিজেপি (BJP) এবং আম আদমি পার্টির (AAP) টক্কর চলছিল সকাল থেকেই। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছবিটা অনেকটাই স্পষ্ট। বেলা ২টো নাগাদ দেখা যাচ্ছে AAP বোর্ড দখলের জন্য ম্যাজিক ফিগার ১২৬টি আসন পেরিয়ে গিয়েছে। নাচগান, বাজনা বাজাতে শুরু হয়েছে দলের কার্যালয়ের সামনে ।

দিল্লিতে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর আপ সমর্থকদের উচ্ছাস, ছবি- PTI Photo/Shahbaz Khan

দুপুর ২টো পর্যন্ত প্রাপ্ত খবরে জানা যাচ্ছে, বিজেপি এবং আম আদমি পার্টির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চললেও আপাতত বিজেপিকে বেশ খানিকটা পিছনে ফেলে দিয়েছে আপ। শেষ খবর পাওয়া পর্যন্ত মোট ২৫০টি আসনের মধ্যে AAP জিতেছে ১৩৪টি আসনে। BJP জিতেছে ১০৪টি আসনে। কংগ্রেস জিতেছে ০৯টি আসনে। অন্যান্যরা জিতেছে ০৩টি আসনে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen