দিল্লি পুলিশের দায়ের করা মামলায় দলের পাঁচ সাংসদ ও পাঁচ নেতাকে আদালতের সমন, তৃণমূল বলছে- ভয় দেখিয়ে লাভ নেই
তৃণমূল সাংসদ দোলা সেন এই বিষয়ে কটাক্ষ করে বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পান মোদী-শাহ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০২৪ সালের ৮ এপ্রিল দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়েছিল তৃণমূল। ১৪৪ ধারা বলবৎ থাকা এলাকায় বিক্ষোভ দেখানো নিয়ে সেসময় দিল্লি পুলিশের সঙ্গে ধুন্ধুমার বেঁধেছিল তৃণমূলের। তারই প্রেক্ষিতে এক বছর পর দিল্লি পুলিশের দায়ের করা মামলায় আদালত তৃণমূলের পাঁচ সাংসদ ও পাঁচ নেতাকে সমন পাঠিয়েছে।
তৃণমূল সাংসদ দোলা সেন এই বিষয়ে কটাক্ষ করে বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পান মোদী-শাহ। তাই দিল্লি পুলিশকে দিয়ে আদালতে মামলা করে দলের ১০ সাংসদ ও নেতাকে সমন পাঠানো হয়েছে। একেই বলে মোদী হ্যায় তো মুমকিন হ্যায়।’ তিনি আরও বলেন, ‘আমরা দিদির সৈনিক। আমাদের পুলিশ, এজেন্সির ভয় দেখানো যাবে না। তখন আটকে রেখেছিল। এখন অমিত শাহর দিল্লি পুলিশ জেলে ভরতে চাইছে।’