বড় দুর্ঘটনা থেকে বাঁচলো দিল্লি – শ্রীনগরগামী বিমান

May 22, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,৮:৫০: হঠাৎই দুর্যোগের মুখে পড়ে দিল্লি থেকে শ্রীনগরগামী একটি বিমান। আজ বিকেলে দিল্লিতে আচমকা ধুলোঝড় ও মুষলধারে শিলাবৃষ্টি শুরু হয়। হাওয়ার গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ৭৯ কিলোমিটার! সঙ্গে শুরু হয় শিলাবৃষ্টি। এর জেরেই দুর্যোগের মুখে পড়ে দিল্লি থেকে শ্রীনগরগামী বিমানটি।

ইন্ডিগোর এই ৬ই২১৪২ বিমানটি দিল্লি থেকে যখন রওনা দিয়েছিল, তখন আকাশ পরিষ্কার ছিল। কিন্তু শ্রীনগরে নামার মুখেই বিমানটি প্রবল শিলাবৃষ্টির মধ্যে পড়ে। সন্ধ্যে ৬.৩০ নাগাদ বিমানটি শ্রীনগরে অবতরণ করে। পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে উঠেছিল যে, মাঝ আকাশে বিপজ্জনক ভাবে বিমানটি দুলছিল। এমনকি এয়ার ট্র্যাফিক কন্ট্রোলে পাইলট জরুরি অবস্থা ঘোষণা করে দিয়েছিলেন। সূত্রের খবর, বিমানটিতে ২০০-র বেশি যাত্রী ছিলেন, যাত্রীরা সকলে সুরক্ষিত আছেন।

এই ঘটনার বেশ কিছু ভিডিয়োও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ঝড়বৃষ্টির দাপট এতটাই ছিল যে, বিমানের সামনের অংশ ভেঙে যায়। তবে যাত্রীরা নিরাপদ ছিলেন। শেষমেশ বিমানটিকে নিরাপদেই শ্রীনগর বিমানবন্দরে অবতরণ করিয়েছেন পাইলট।

শ্রীনগর যাওয়ার তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধিদল এই বিমানেই ছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen