দিল্লির অক্ষরধামের আদলে পুজো মণ্ডপ সেজে উঠছে কল্যাণীতে

সেখানেই এ বছর ফুটে উঠছে অক্ষরধামের আদলে মণ্ডপ। গতবছর তারা উত্তরাখণ্ডের চারধাম বানিয়েছিল। তা পছন্দ হয়েছিল দর্শকদের।

September 30, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi


নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কল্যাণীতে এবার পুজোয় তৈরি হচ্ছে দিল্লির অক্ষরধাম। এশিয়ার অন্যতম বড় হিন্দু মন্দির হিসেবে পরিচিত অক্ষরধাম। কল্যাণীর নাইন স্কোয়ার পার্কের দুর্গাপুজো ৫৩ বছরে পা দিয়েছে। কল্যাণীর অন্যতম বড় পুজোগুলির মধ্যে এটি একটি। সেখানেই এ বছর ফুটে উঠছে অক্ষরধামের আদলে মণ্ডপ। গতবছর তারা উত্তরাখণ্ডের চারধাম বানিয়েছিল। তা পছন্দ হয়েছিল দর্শকদের। লক্ষ লক্ষ মানুষ দেখতে এসেছিল।

উদ্যোক্তারা মনে করছেন, এই বছরও প্রচুর দর্শক আসবেন মণ্ডপ দেখতে। এবার ভিড় নিয়ন্ত্রণ করাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে উদ্যোক্তা ও পুলিস। দর্শকদের প্রবেশ-বাহিরের রাস্তা চিহ্নিত করে রাস্তায় ব্যারিকেড দেওয়ার কাজ শুরু করতে চাইছে তারা। বাঁশ ও কাঠের পাশাপাশি ফাইবার, কাপড়, রং সহ বিভিন্ন উপকরণকে ব্যবহার করছেন শিল্পীরা। থাকছে ফাইবারের হাতি, ঘোড়ার মডেল ও বিভিন্ন মুনিঋষির ছবি। চোখধাঁধানো আলোকসজ্জা ও মেলা থাকবে। দ্বিতীয়াতে মণ্ডপ খুলে দিতে চাইছেন উদ্যোক্তারা। পুজো কমিটির যুগ্ম সম্পাদক সুদেব বিশ্বাস বলেন, ‘আমরা মনে করি অন্যান্য বছরের মতো এই বছরও মণ্ডপ দর্শকের মন জয় করবে।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen