করোনার উপসর্গ দিল্লির স্বাস্থ্যমন্ত্রীর! ভরতি হাসপাতালে

দিল্লিতে এমনিতেই করোনা নিয়ে ত্রাহি ত্রাহি রব। চিন্তিত কেন্দ্র। তার মধ্যেই এবার ধুম জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হলেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন।

June 16, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

দিল্লিতে এমনিতেই করোনা নিয়ে ত্রাহি ত্রাহি রব। চিন্তিত কেন্দ্র। তার মধ্যেই এবার ধুম জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হলেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। মঙ্গলবার সকালে টুইটারে নিজেই জানিয়েছেন এই কথা। 

ধুম জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হলেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন

আপ নেতা জানান যে গতকাল রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।  তাঁর আচমকাই প্রচন্ড জ্বর আসে ও তাঁর শরীরে অক্সিজেনের পরিমাণ খুব কমে যাওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত তিনি রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হসপিটালে আছেন।  

এখন এটাই দেখার যে সত্যেন্দ্র জৈনের করোনা পরীক্ষা হয় কি না। এর আগে অরবিন্দ কেজরিওয়ালের পরীক্ষা হয়েছিল করোনার জন্য, যদিও তাঁর নেগেটিভ আসে ফলাফল। দিল্লিতে এই মুহূর্তে করোনা আক্রান্ত ৪২৮২৯, মৃত ১৪০০। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen