উঠল পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি, মোদীর মণিপুর সফরে শান্তি ফিরল কই?

September 14, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮.২৫: মোদী গেলেন মণিপুরে (Manipur) কিন্তু শান্তি ফিরল কি? উল্টে জেগে উঠল মণিপুর ভাগের জিগির। মণিপুরকে ভেঙে আদিবাসীদের নিয়ে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি জানলেন কুকি-জো বিধায়করা (Kuki-Zo MLAs)। তাঁদের দাবি, মেতেই সম্প্রদায়ের সঙ্গে এক ছাদের নিচে থাকা সম্ভব নয়। মণিপুর জ্বলছে ২০২৩ সাল থেকে, ২৮ মাস পর প্রধানমন্ত্রী মোদী (PM Modi) মণিপুরে পা রাখলেও, শান্তি ফেরার সম্ভাবনা নেই উত্তরপূর্বের রাজ্যে।

মণিপুরের চূড়াচাঁদপুরে পা রেখেই শান্তির বার্তা দিয়েছিলেন মোদী। বলেছিলেন, সংঘর্ষ থামলে উন্নয়ন সম্ভব। উন্নয়নের জন্য শান্তি জরুরি। প্রধানমন্ত্রীকে কুকি-জো বিধায়কদের তরফে একটি স্বারকলিপি দেওয়া হয়। তাতে লেখা হয়েছে, ‘চূড়াচাঁদপুরে আপনাকে হৃদয় থেকে স্বাগত জানাই। আশা করব আপনার এই সফরের পর রাজ্যে বড় রাজনৈতিক পরিবর্তন ঘটবে। আপনি জানেন, মণিপুরের পাহাড়ি এলাকা থেকে আমাদের লোকজনকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তাঁদের উপর নৃশংস অত্যচার করা হয়েছে। সংখ্যাগরিষ্ঠরা সংখ্যালঘু আদিবাসীদের উপর অত্যাচার চালিয়েছে। এই দুই সম্প্রদায় ভাল প্রতিবেশী হিসেবে শান্তিতে বসবাস করতে পারে, কিন্তু কখনই এক ছাদের নিচে থাকতে পারে না।’ মণিপুর ভেঙে আদিবাসীদের জন্য আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি জানিয়েছে কুকি বিধায়কদের তরফে লেখা হয়, ‘আমরা বিশ্বাস করি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলই সমস্যার একমাত্র স্থায়ী সমাধান। এর ফলেই শান্তি, নিরাপত্তা, ন্যায়বিচার এবং আমাদের জনগণের মধ্যে একাত্মতার অনুভূতি তৈরি হবে।’

উল্লেখ্য, ২০২৩-র মে মাস থেকে জাতি হিংসায় জ্বলছে মণিপুর। ওই বছরই ১০ জন আদিবাসী বিধায়ক কেন্দ্রের কাছে কুকিদের জন্য পৃথক প্রশাসন গঠনের দাবি জানিয়েছিল। কেন্দ্র সেই দাবিকে পাত্তা দেয়নি। দু’বছর পর ফের সেই দাবি উঠল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen