ডিভিসি-ফরাক্কা বাঁধ সংস্কারে দ্রুত পদক্ষেপের দাবি, লোকসভায় সরব জুন মালিয়া

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:১৫: দক্ষিণবঙ্গে বর্ষায় বন্যা পরিস্থিতি নিয়ে সংসদে সরব হলেন তৃণমূল সাংসদ জুন মালিয়া (June Malia)। ডিভিসি (DVC) এবং ফরাক্কা ব্যারেজের সংস্কার দীর্ঘদিন আটকে থাকার অভিযোগ তুলে তিনি কেন্দ্রের দ্রুত হস্তক্ষেপ দাবি করেন। তাঁর বক্তব্য, সময়মতো সিদ্ধান্ত না নেওয়ার ফল ভোগ করছেন দক্ষিণবঙ্গের মানুষ।
অনেক বছর ধরে বর্ষার সময়ে ডিভিসি ও সেচ দপ্তরের টানাপোড়েন নতুন নয়। রাজ্যের অভিযোগ, আগাম বার্তা ছাড়া বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়ায় হঠাৎ বন্যা পরিস্থিতি তৈরি হয়। এতে প্রতিবারই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ নিচু এলাকা জলে ডোবে। পাশাপাশি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বাঁধগুলির জলধারণ ক্ষমতাও কমছে বলে দাবি রাজ্যের।
এই সমস্যাগুলিই তুলে ধরেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া। ৩৭৭ ধারায় দেওয়া লিখিত প্রস্তাবে তিনি জানান, ২০২৩ থেকে ২০২৫ টানা তিন বছর ডিভিসির জল ছাড়ার পরিমাণ বেড়েছে। তার জেরে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বারবার কেন্দ্রকে চিঠি দিলেও বাস্তবসম্মত কোনও সিদ্ধান্ত হয়নি বলেও দাবি করেন জুন।
সংসদে তিনি পরিষ্কার বলেন, পশ্চিমবঙ্গ আর একতরফা জলছাড়ের ধাক্কা সহ্য করতে রাজি নয়। সাধারণ মানুষের সুরক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই দ্রুত ও দীর্ঘস্থায়ী সমাধান প্রয়োজন। তিনি বলেন, “আর দেরি নয়, কেন্দ্র এখনই পদক্ষেপ নিক।”