শিয়ালদহ স্টেশনের নাম বদলের দাবি: শ্যামাপ্রসাদ নাকি বিবেকানন্দ?
শিয়ালদহ স্টেশন (Sealdah Station) শুধু কলকাতার নয়, গোটা বাংলার (West Bengal) প্রাণকেন্দ্র।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,২০.৩৫: শিয়ালদহ স্টেশন (Sealdah Station) শুধু কলকাতার নয়, গোটা বাংলার (West Bengal) প্রাণকেন্দ্র। রাজ্যের দ্বিতীয় বৃহত্তম এই স্টেশন দিয়ে প্রতিদিন লাখো যাত্রী যাতায়াত করেন। অফিসগামী কর্মী থেকে স্কুলের ছাত্রছাত্রী, সবজি বিক্রেতা থেকে ব্যবসায়ী – সবারই জীবনযাত্রার সঙ্গে এই স্টেশন ওতপ্রোতভাবে জড়িয়ে। এবার আবারও এই স্টেশনের নাম পরিবর্তনের দাবি উঠেছে।
রবিবার শিয়ালদহ থেকে রানাঘাট (Ranaghat) এসি লোকাল ট্রেনের উদ্বোধন করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বালুরঘাটের (Balurghat) বিজেপি (BJP) সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরও (Shantanu Thakur)। সেখানেই সুকান্ত মজুমদার বলেন, “শিয়ালদহ স্টেশনের নাম বদলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Syama Prasad Mookerjee) নামে করা হোক। তিনিই তো পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা।”
এর আগে, গত অক্টোবরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) কলকাতায় এলে একই দাবি করেছিলেন রাজ্যসভার বিজেপি সাংসদ ও বর্তমান রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)।
বিজেপির এই প্রস্তাবের বিরোধিতা করে তৃণমূল কংগ্রেস (TMC) বলেছে, “শিয়ালদহ স্টেশনের ইতিহাস স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) সঙ্গে জড়িত। তাই নাম বদল করতে হলে তা বিবেকানন্দের নামেই হওয়া উচিত।” তৃণমূলের বক্তব্য, স্বামীজির নামে নামকরণে তাদের কোনো আপত্তি নেই।
রাজনৈতিক দলগুলোর মধ্যে নামকরণ নিয়ে বিতর্ক চললেও, শেষ সিদ্ধান্ত নেবে রেল মন্ত্রক (Railway Ministry)। শিয়ালদহের নাম পরিবর্তন হোক বা না হোক, বাংলার মানুষের হৃদয়ে এটি চিরকালই একটি বিশেষ স্থান দখল করে থাকবে।