দেশে গণতান্ত্রিক অধিকার আজ বিপদের মুখে, রেড রোডে সংবিধান দিবসে বললেন মমতা

November 26, 2025 | 2 min read
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:২০: ২৬ নভেম্বর, সংবিধান দিবসে রেড রোডের মঞ্চ থেকে ফের একবার বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ড. বি.আর. আম্বেদকর সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান হিসেবে যে অবিভক্ত বাংলা থেকে নির্বাচিত হয়েছিলেন—এই ঐতিহাসিক তথ্য স্মরণ করে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলার ভূমি গণতন্ত্রের জন্মভূমি—এটা ওরা ভুলে গেছে।”

তিনি অভিযোগ করেন, দেশে গণতান্ত্রিক অধিকার আজ বিপদের মুখে। ভোটাধিকার থেকে নাগরিকত্ব—সবেতেই প্রশ্ন তোলা হচ্ছে। এনআরসি, এনপিআর, CAA–SIR নিয়ে কেন্দ্র সরকার বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগে আক্রমণ শানান তিনি। তাঁর প্রশ্ন, “এখন কি প্রমাণ দিয়ে প্রমাণ করতে হবে—আমি ভারতীয়?”

মমতা বলেন আরও বলেন, স্বাধীনতা কোনও সরকারের উপহার নয়—এটা সংগ্রাম, রক্ত ও আত্মত্যাগের ইতিহাস। “যারা আজ ক্ষমতায় বসে বড় বড় কথা বলছে—তাদের দয়ায় আমরা স্বাধীনতা পাইনি। স্বাধীনতা সংগ্রামীদের ৯০% ছিলেন বাংলার সন্তান। ভারতকে নবজাগরণ দিয়েছে এই বাংলা।”

সংবাদমাধ্যম নিয়ে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, “আমি সাংবাদিকদের দোষ দিচ্ছি না—তাদের মালিকদের ভয় দেখানো হচ্ছে। এজেন্সি ব্যবহার করে গলা চেপে ধরা হচ্ছে।”

CAA–SIR প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর ক্ষোভ ছিল চরমে। তিনি বলেন, মানুষের ঘর ভাঙা, ভয়ের পরিবেশ তৈরি করা—এই সবই বিজেপির ভোটের রাজনীতি। “বনগাঁ থেকে কান্নায় ভরা চোখে মানুষ আমাকে বলেছে—ওরা বাঁচতে চায়। নাগরিকত্ব কোন দয়াভিক্ষা নয়—ওটা অধিকার।”

বিএলওদের আন্দোলনের পক্ষে দাঁড়িয়ে তিনি সরাসরি কড়া বার্তা দেন নির্বাচন কমিশনকে—“একটা নির্দিষ্ট মিটিংয়ের জন্য ৪৮ ঘণ্টা অপেক্ষা করাতে হয়? এটা গণতন্ত্র না স্বৈরাচার?”

তিনি আবারও আত্মহত্যা না করার বার্তা দেন আন্দোলনরত কর্মীদের উদ্দেশে—“জীবন খুব মূল্যবান—ওরা ভয় দেখাচ্ছে, কিন্তু আমরা লড়াই থামাব না।”

তিনি আরও বলেন সব মৃত্যুর রেকর্ড আমাদের কাছে আছে। গুজরাত ও মধ্যপ্রদেশে বিএলও মৃত্যুর দায় কার? সেখানে বিজেপি ক্ষমতায়। তারা এত তাড়াহুড়ো করে SIR চালাচ্ছে কেন? তারা কি সাধু? তারা বিএলও-দের চাকরি কেড়ে নেওয়ার ভয় দেখাচ্ছে। যখন আপনারা অন্যদের ভয় দেখাচ্ছেন—তখন আপনাদের চাকরি বাঁচাবে কে?”

শেষে ভবিষ্যদ্বাণীর সুরে মমতার বার্তা—
“২০২৯-এ নয়, তার আগেই এই সরকার পড়বে। চার কোটি নোটিশ পাঠান—আমরা ভয় পাই না। সংবিধান রক্ষার লড়াইতে বাংলাই পথ দেখাবে।”**

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen