জল জীবন মিশনেও বঞ্চনা, মন্ত্রীকে বাংলার দাবিতে স্মারকলিপি তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দলের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:২১: একশো দিনের কাজ, আবাসের মতো জল জীবন মিশনেও কেন্দ্রের বঞ্চনার শিকার বাংলা, এমনই অভিযোগ বাংলার শাসক দলের। জল জীবন মিশনে বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনা ও বাংলার দাবি আদায়ে বুধবার সকালে কেন্দ্রের জলশক্তি মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করল তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল। দশজন সাংসদের প্রতিনিধি দলে ছিলেন কাকলি ঘোষদস্তিদার, সৌগত রায়, নাদিমুল হক, শতাব্দী রায়, সাগরিকা ঘোষ, প্রতিমা মণ্ডল, আবু তাহের খান, জগদীশচন্দ্র বাসুনিয়া, অরূপ চক্রবর্তী, মিতালি বাগ। জলশক্তি মন্ত্রী সিআর পাতিলের সঙ্গে সাক্ষাৎ করেন তাঁরা, স্মারকলিপিও দেন।
জল জীবন মিশনের অধীনে কেন্দ্রের ক্রমাগত বঞ্চনা এবং বাংলার প্রতি বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে দীর্ঘ ধরেই সরব মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তৃণমূলের অভিযোগ, নিরাপদ পানীয় জল মানুষের মৌলিক অধিকার। কিন্তু তা সত্ত্বেও বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলার ন্যায্য পাওনা ২,৫২৫ কোটি টাকা আটকে রেখেছে। ২০২৪ সালের আগস্ট মাস থেকে এই প্রকল্পের অধীনে এক টাকাও বরাদ্দ করা হয়নি। ফলে গ্রামীণ পানীয় জল প্রকল্পগুলি থমকে যাওয়ার মুখে এবং জনস্বাস্থ্য গভীর সংকটে বলেই অভিযোগ তৃণমূলের। স্মারকলিপিতে এই অভিযোগগুলির কথাই তুলে ধরেছে তৃণমূল কংগ্রেস।
তৃণমূল কংগ্রেসের আরও অভিযোগ, জল জীবন মিশন প্রকল্পে ২০২৫-২৬ সালের জন্য কেন্দ্র কোনও টাকাই বরাদ্দ করেনি। তা সত্ত্বেও বাংলার সরকার নিজেদের দায়িত্বের চেয়েও বেশি, অতিরিক্ত ২,৪০১ কোটি টাকা নিজস্ব তহবিল থেকে খরচ করেছে, যাতে মানুষের জল পাওয়ার কাজ থেমে না থাকে। কেন্দ্রের অবহেলার কারণে অত্যাবশ্যকীয় পরিষেবা সচল রাখতে রাজ্যের নিজস্ব রাজকোষের ওপর বিপুল চাপ সৃষ্টি হচ্ছে।
সমাজ মাধ্যমে দলের অফিসিয়াল ফেসবুক পেজে তৃণমূল লিখছে, ‘‘১০ কোটিরও বেশি মানুষের এই রাজ্যকে শুধুমাত্র রাজনৈতিক কারণে শাস্তি দেওয়া যায় না। বিরোধী শাসিত রাজ্যগুলির প্রতি কেন্দ্রের এই ধারাবাহিক বৈষম্য এবং তহবিল আটকে রাখার প্রবণতা অত্যন্ত উদ্বেগজনক। পানীয় জলের টাকা আটকে রাখা কেবল প্রশাসনিক উদাসীনতা নয়, এটি যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং সাধারণ মানুষের স্বার্থে সরাসরি আঘাত। বাংলার ন্যায্য পাওনা আদায়ে আমরা নির্ভয়ে এবং কোনও আপোস না করেই আমাদের লড়াই চালিয়ে যাব।’’
সূত্রের খবর, বুধবার সকালে দিল্লির শ্রম শক্তি ভবনে কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী সিআর পাটিলের সঙ্গে তৃণমূল কংগ্রেসের ১০ সদস্যের সংসদীয় প্রতিনিধি দল প্রায় আধ ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক করেন৷ বৈঠক শেষে তৃণমূল সাংসদ সৌগত রায় দাবি জানান, অবিলম্বে বাংলার বকেয়া ২৫২৫ কোটি টাকা দিতে হবে। কেন্দ্রীয় মন্ত্রীর কাছে সেই দাবিই জানানো হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ক্যাবিনেটের অনুমোদন মেলেনি৷ নিজেদের টাকাই নাকি রেডি নেই৷ সূত্রের খবর, কেন্দ্রীয় অনুমোদন হয়ে গেলে রাজ্যের টাকা ছাড়তে পারে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী৷ কেন্দ্রের জল শক্তি মন্ত্রী জানিয়েছেন, মন্ত্রকের টাকার জন্য মিলছে না কেন্দ্রের ছাড়পত্র। তাই আটকে রয়েছে বাংলার টাকাও।