‘বাংলার প্রতি বঞ্চনা!’, বকেয়া ৪৩ হাজার কোটি টাকার দাবিতে সংসদের বাইরে বিক্ষোভ তৃণমূলের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:০৫: সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন আবারও কেন্দ্র-রাজ্য সংঘাত তুঙ্গে। বাংলার দীর্ঘদিনের বকেয়া পাওনা এবং ১০০ দিনের কাজের টাকা (MGNREGA) আটকে রাখার অভিযোগে আজ সংসদের বাইরে তীব্র বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা (TMC Mps)। একইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় এক কড়া বার্তায় বিজেপি সরকারের (BJP government) বিরুদ্ধে ‘প্রতিহিংসার রাজনীতি’ করার অভিযোগ তুলেছে রাজ্যের শাসকদল।
আজ তৃণমূল কংগ্রেসের অফিশিয়াল X (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে দাবি করা হয়েছে, বিজেপি সরকার শাসনব্যবস্থাকে বাংলার বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। দলের অভিযোগ, ১০০ দিনের কাজ (MGNREGA) এবং অন্যান্য জনকল্যাণমূলক প্রকল্পের প্রায় ৪৩,০০০ কোটি টাকা কেন্দ্র অন্যায়ভাবে আটকে রেখেছে।
তৃণমূলের দাবি, এই অর্থ আইনত বাংলার প্রাপ্য এবং হাই কোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কেন্দ্র তা ছাড়েনি। দলের সোশ্যাল মিডিয়া পোস্টে তীব্র ভাষায় আক্রমণ করে বলা হয়েছে, “দিল্লির কাছে মাথা নত না করার শাস্তি হিসেবেই বাংলার বিরুদ্ধে এই রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে।”
আজ সংসদের বাইরে মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশে বা মকর দ্বারের সামনে তৃণমূল সাংসদরা প্ল্যাকার্ড হাতে স্লোগান তোলেন। তাঁদের অভিযোগ, বিজেপির বার্তা পরিষ্কার-“যে রাজ্য তাদের ভোট দেবে না, সেই রাজ্যকে ভাতে মারো।” বাংলার গরিব শ্রমিকদের সম্মান ও অস্তিত্ব রক্ষার স্বার্থেই এই আন্দোলন বলে জানিয়েছেন সাংসদরা।
তৃণমূল নেতৃত্ব সাফ জানিয়ে দিয়েছে, বাংলার মানুষের হকের প্রতিটি টাকা আদায় না হওয়া পর্যন্ত তারা সংসদের ভিতরে এবং জনগনের দরবারে এই লড়াই চালিয়ে যাবে।