আজ কল্যাণীতে মহারণ! কারা এগিয়ে বড় ম্যাচের আগে, ইস্টবেঙ্গল না মোহনাবাগান?

শনিবারের বড় ম্যাচের কথা মাথায় রেখে ইস্টবেঙ্গল নিজেদের সিনিয়র দল থেকে ৭ জন প্লেয়ারকে নিজেদের কলকাতা লিগের দলে রেজিস্টার করেছে। সেই ৭ ফুটবলার হলো মার্তান্ড রায়না, এডমান্ড, রামসাঙ্গা, প্রভাত লাকরা,মার্ক জোথান পুঁইয়া, ডেভিড, দেবজিৎ মজুমদার।

July 26, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি ১৩.০০: আজ মরশুমের প্রথম বড় ম্যাচ। আজ বাঙালি দুই ভাগ বিভক্ত। একদিকে লাল – হলুদ অর্থাৎ ইস্টবেঙ্গল(East Bengal) অন্য দিকে সবুজ- মেরুন মানে মোহনবাগান(Mohunbagan)। কলকাতা লিগে শনিবার কল্যাণী স্টেডিয়ামে মুখ মুখী দুই প্রধান। ইতি মধ্যে ডার্বি(Kolkata Derby)জ্বরে কাঁপছে কল্যাণী।

শনিবারের বড় ম্যাচের কথা মাথায় রেখে ইস্টবেঙ্গল নিজেদের সিনিয়র দল থেকে ৭ জন প্লেয়ারকে নিজেদের কলকাতা লিগের দলে রেজিস্টার করেছে। সেই ৭ ফুটবলার হলো মার্তান্ড রায়না, এডমান্ড, রামসাঙ্গা, প্রভাত লাকরা,মার্ক জোথান পুঁইয়া, ডেভিড, দেবজিৎ মজুমদার।

অন্য দিকে সবুজ মেরুন ব্রিগেড এই ম্যাচকে হালকা ভাবে নিতে নারাজ। তারাও নিজেদের সিনিয়র দল থেকে ৫ জন খেলোয়াড়কে কলকাতা লিগের দলে অন্তর্ভুক্ত করেছে। তাঁরা হলেন দীপেন্দু বিশ্বাস, সুহেল ভাট, কিয়ান নাসিরি, গ্লেন মার্টিন্স ও অভিষেক সূর্যবংশী।

দুই দলের কোচরাও বেশ উত্তেজিত বড় ম্যাচের আগে। ম্যাচের আগের দিন মোহনাবাগন কোচ ডেগি কার্ডোজো বলেন, “ ডার্বির জন্য আমাদের প্রস্তুতি বেশ ভালো হয়েছে। আমরা গত কয়েকটা ম্যাচে খেলছিও ভালো। লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছি। তাছাড়াও ডার্বিতে আমরা বেশ কিছু সিনিয়র ফুটবলারকেও পাব। দীপেন্দু বিশ্বাস, সুহেল ভাট এবং কিয়ান নাসিরিকে আমরা কাল খেলাব। এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। তরুণ ফুটবলারদের কাছে যা বেশ অনুপ্রেরণার।”

ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ বলেন “ডার্বি দুটো দলের কাছেই সব সময় গুরুত্বপূর্ণ। এখানে ছোট বা বড় দল বলে কিছু হয় না। তার জন্য আমরা তৈরি। সবে চারটে ম্যাচ হয়েছে। এখন দল আস্তে আস্তে অনেকটাই ছন্দে ফিরেছে। দুটো দলই জয়ের জন্য মাঠে নামবে । এই মরশুমে মোহনবাগানের তুলনায় আমাদের দলের পারফরম্যান্স অতটা ভাল না। তবে খেলোয়াড়দের চাঙ্গা করা আমার দায়িত্ব।”

আজ বিকেল ৫.৩০ ম্যাচ শুরু। ম্যাচ দেখা যাবে সরাসরি SSEN অ্যাপে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen